হিন্দি টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা (Actor) হলেন ভিভিয়ান ডিসেনা (Vivian Dsena)। সুদর্শন এই অভিনেতা প্রচুর জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। মহিলামহলেও তাঁর জনপ্রিয়তা দেখার মতো। সম্প্রতি এই অভিনেতাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি নিজের ধর্ম পরিবর্তন করেছেন। অভিনেতা আগে খ্রিস্টান ছিলেন, তবে এখন ইসলাম (Islam) ধর্ম গ্রহণ করেছেন।
ভিভিয়ান এমন একজন অভিনেতা যিনি নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। যদিও অভিনেতা নিজে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে ভালোবাসেন না। তবে সম্প্রতি ‘মধুবালা’ ধারাবাহিকের নায়ক নিজের ব্যক্তিগত জীবনের একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি ভিভিয়ান এক সাক্ষাৎকারে জানান, ২০১৯ সালে তিনি ধর্ম পরিবর্তন করেছেন। অভিনেতা বলেন, তিনি ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর থেকে সেই ধর্মই অনুসরণ করছেন তিনি। শুধু তাই নয়, এক বিদেশি মহিলাকে বিয়ে করার কথাও স্বীকার করেছেন অভিনেতা। সেই সঙ্গেই মেয়ের জন্মের সুখবরও দেন ‘মধুবালা’ নায়ক।
ভিভিয়ান সাক্ষাৎকারে বলেন, ‘আমার জীবনে অনেক কিছু বদলায়নি। আমার জন্ম খ্রিস্টান পরিবারে এবং এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। আমি ২০১৯ সালের রমজান মাস থেকেই ইসলাম ধর্ম মানি। দিনে পাঁচবার ইবাদত করে আমি খুব শান্তি পাই’।
‘মধুবালা’ খ্যাত এই অভিনেতার প্রথম বিয়ে হয়েছিল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী বাহবিজ দোরাবজির সঙ্গে। যদিও সেই বিয়ে টেকেনি। এরপর ২০২২ সালে তিনি ইজিপ্টের সাংবাদিক নুরান আলির সঙ্গে সাত পাক ঘোরেন। দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি বিবাহিত এবং চার মাসের এক মেয়ের বাবা। এটা কী এমন বড় কথা!’
প্রসঙ্গত উল্লেখ্য, ভিভিয়ান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। জনপ্রিয় ধারাবাহিক ‘কসম সে’র মাধ্যমে টেলি ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয়েছিল তাঁর। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘মধুবালা’, ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’, ‘শক্তিঃ অস্তিত্ব কে এহসাস কি’, ‘সসুরাল সিমর কা ২’ সহ প্রচুর জনপ্রিয় ধারাবাহিকে ভিভিয়ানকে দেখেছেন দর্শকরা।