বলিউডের (Bollywood) এই সময়কার সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। বি টাউনের নামী অভিনেতা শক্তি কাপুরের কন্যা একজন দুর্দান্ত অভিনেত্রী। স্টারকিড হলেও, নিজের দুর্দান্ত অভিনয় প্রতিভার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। আজকের এই প্রতিবেদনটি অবশ্য ‘আশিকী ২’ নায়িকাকে নিয়ে নয়, বরং তাঁর বোন পলোমাকে (Paloma Thakeria Dhillon) নিয়ে।
পলোমা এবং শ্রদ্ধা নিজের বোন নন। তাঁরা মাসতুতো বোন। পলোমা হলেন বলিউডের একসময়কার নামী নায়িকা পুনম ধিলোনের (Poonam Dhillon) কন্যা। সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর রূপ, সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে। কেউ কেউ আবার বলেছেন, একেবার মায়ের মতো দেখতে হয়েছে তাঁকে।
পুনম ১৯৯৪ সালে অশোক থাকেরিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। যদিও সেই বিয়ে টেকেনি। শোনা যায়, অশোক নাকি পরকীয়ায় জড়িয়েছিলেন। সেই জন্য স্বামীকে ডিভোর্স দিয়ে দেন অভিনেত্রী। এরপর থেকে দুই সন্তান পলোমা এবং অনমোলকে একাই মানুষ করেছেন পুনম। এবার এই নামী অভিনেত্রীর কন্যাই (Poonam Dhillon daughter) বলিউডে পা রাখতে চলেছেন। ডেবিউর আগে ভাইরাল হয়েছে পলোমার বেশ কিছু ছবি।
গত বছর মে মাস নাগাদ রাজশ্রী ফিল্মসের তরফ থেকে পলোমাকে লঞ্চ করার কথা ঘোষণা করা হয়। পুনম কন্যার ডেবিউ ছবির নায়ক হলেন সানি দেওলের পুত্র রাজবীর দেওল। সেই সঙ্গেই জানানো হয়, রাজবীর-পলোমার ছবি পরিচালনা করবেন নামী পরিচালক সুরজ বরজাতিয়ার পুত্র অবনীশ বরজাতিয়া।
পলোমার ডেবিউ ছবির কথা ঘোষণার সঙ্গে সঙ্গেই তাঁর বেশ কয়েকটি ছবিও শেয়ার করা হয়েছিল। নীল রঙের লেহেঙ্গায় দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। জানা গিয়েছে, পুনম কন্যা নাকি ‘মিস ইন্ডিয়া’ বিজেতা। পাশাপাশি একজন দারুণ নৃত্যশিল্পীও। যদিও ছোটবেলায় নাকি এসবে বিন্দুমাত্র আগ্রহ ছিল না পলোমার। বরং তিনি পেশাদার ফুটবলার হতে চাইতেন।
স্কুল এবং কলেজে পড়াকালীন পলোমা নিয়মিত ফুটবল খেলতেন। তিনি খেলা নিয়ে এতখানি সিরিয়াস ছিলেন যে পেশা হিসেবেও ফুটবলকেই বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু পরে আস্তে আস্তে নাচ, মডেলিংয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকতে পলোমার। আর এখন মা পুনম, দিদি শ্রদ্ধার দেখানো পথেই হাঁটতে চলেছেন তিনি।