বলিউডের (Bollywood) চর্চিত স্টারকিডদের মধ্যে একজন হলেন ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) মেয়ে সুহানা খান (Suhana Khan)। তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। শীঘ্রই আবার জোয়া আখতারের ‘দ্য আর্চিস’এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন তিনি। যদিও সুহানা একা নন, ‘দ্য আর্চিস’এর মাধ্যমে বলিউডে পা রাখছেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি অগস্ত্য নন্দা (Agastya Nanda) এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুরও।
জোয়ার ছবির শ্যুটিং করার সময় থেকেই আবার প্রেমপর্ব শুরু হয়েছে সুহানা এবং অগস্ত্যর। বেশ কয়েকমাস আগেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। শুধু এটুকুই নয়, শোনা গিয়েছিল, সুহানাকে পরিবারের সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন শ্বেতা-পুত্র। সম্প্রতি আবার এই ‘স্টারকিড জুটি’র একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখার পর বোঝাই যাচ্ছে, প্রেম জমে ক্ষীর হয়ে গিয়েছে দু’জনের।
সম্প্রতি অগস্ত্য এবং সুহানা অভিনেতা আহান শেট্টির প্রেমিকা তানিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। যদিও তাঁরা একা নন, সেখানে উপস্থিত ছিলেন আরিয়ান খান, সানায়া কাপুর, খুশি কাপুর, অঞ্জিনী ধাওয়ান সহ ইন্ডাস্ট্রির একাধিক স্টারকিড। কিন্তু সবার মাঝে আলাদা করে নজর কাড়েন ‘লাভ বার্ডস’ সুহানা এবং অগস্ত্য।
বুধবার এক জনপ্রিয় পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে সুহানা এবং অগস্ত্যর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শাহরুখ কন্যাকে গাড়ি অবধি পৌঁছে দিতে এসেছেন চর্চিত প্রেমিক অগস্ত্য, বার্থডে গার্ল তানিয়া এবং আহান। বেরনোর সময় তানিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সুহানা। কথা শেষ হলে, শাহরুখ কন্যাকে আগলে গাড়িতে তুলে দেন অমিতাভের নাতি।
গাড়ির দরজার সামনে গিয়ে আবার চর্চিত প্রেমিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সুহানা। এরপর অগস্ত্যকে ‘টাটা’ বলেন তিনি। অগস্ত্য আবার পাল্টা তাঁকে একটি ‘ফ্লাইং কিস’ দেন। এরপর গাড়িতে উঠে যান সুহানা। অগস্ত্য-সুহানার এই ‘কিউট’ ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকমাস আগে যখন অগস্ত্য-সুহানার প্রেম করার খবর প্রথম প্রকাশ্যে এসেছিল, তখন তাঁদের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, এই দুই তারকাসন্তান তাঁদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। সুযোগ পেলেই একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। তবে এখনই নিজেদের সম্পর্ক নিয়ে অফিশিয়াল কোনও ঘোষণা করার ইচ্ছা নেই অগস্ত্য-সুহানার।