• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরনে শাড়ি সিঁথিতে সিঁদুর, গোপনে বিয়ে সারলেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক? প্রকাশ্যে বিয়ের অদেখা ছবি

Published on:

Maa Serial Jhilik Actress Tithi Basu Shared her bridal photo

বাংলা সিরিয়ালের (Serial) ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মা’ (Maa)। মা-মেয়ের সম্পর্কের কাহিনী অত্যন্ত সুন্দরভাবে দর্শিত হয়েছিল এই সিরিয়ালে। এই ধারাবাহিকেই ছোট্ট ঝিলিকের (Jhilik) চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শিশু শিল্পী তিথি বসু (Tithi Basu)। সিরিয়ালটি শেষ হওয়ার বেশ কয়েক বছর পরেও দর্শকদের অনেকেই তিথিকে ‘ঝিলিক’ নামেই চেনে।

‘মা’ ধারাবাহিকে যখন কাজ করেছিলেন, তখন তিথি খুবই ছোট। যদিও এর পরেও ছোটপর্দায় তাঁকে দেখেছেন দর্শকরা। দেখতে দেখতে এখন অনেকটা বড়ও হয়ে গিয়েছে সে। সম্প্রতি এই অভিনেত্রীই সোশ্যাল মিডিয়ায় নববধূ বেশে (Bridal look) ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ফুল দিয়ে সাজানো খাটের ওপর বসে রয়েছেন তিনি। মুখে রয়েছে লাজুক হাসি।

Tithi Basu, Tithi Basu bridal look, Tithi Basu as bride

তিথির শেয়ার করা ছবি দেখেই বোঝা যাচ্ছে, তিনি ফুলশয্যার খাটের ওপর বসে রয়েছেন। আর এই ছবি দেখেই অবাক হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা। কাউকে কিছু না জানিয়ে তিথি বিয়ে করে নিলেন! এই কথাটিই মানতে পারছেন না তাঁরা।

‘মা’ সিরিয়ালের ঝিলিক তথা তিথি এখন আর অবশ্য ছোট্টটি নেই। তিনি এখন রীতিমতো যুবতী। তিথি সদ্য কলেজ পাশ করেছেন। এছাড়াও অভিনেত্রীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। টেলিভিশনের পর্দায় এখন ঝিলিককে দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। মাঝেমধ্যেই সেখানে নিজের নানান ছবি, ভিডিও শেয়ার করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)


কিন্তু আচমকা তিথি বধূবেশে নিজের ছবি শেয়ার করায় সবাই বেশ অবাক হয়ে গিয়েছেন। ব্যাকগ্রাউন্ডে আবার ‘মায়াবন বিহারিণী’ গানটি জুড়েছেন তিনি। তাহলে কি সত্যি সত্যিই সাত পাক ঘুরে নিলেন তিথি? পাত্র কে? সকলের মনেই ঘুরপাক খাচ্ছে এই সকল প্রশ্ন। কেউ কমেন্ট করেছেন, ‘বিয়ে করলে নাকি গো?’ কারোর আবার প্রশ্ন, বিয়ের পর ফুলশয্যাও হয়ে গেল, অথচ কেউ কোনও খবরটুকুও পেল না!

Tithi Basu, Tithi Basu bridal look

অবশেষে সব প্রশ্নের জবাবস্বরূপ তিথি নিজেই বলেন, বিয়ে অথবা ফুলশয্যা কোনোওটা করার মতো লোকই আপাতত নেই! আসলে তিথি নিজের যে ছবিটি শেয়ার করেছেন সেটি তাঁর একটি ধারাবাহিকের লুক ছিল। সেখানেই তাঁকে এমন নববধূর মতো করে সাজতে হয়েছিল। সম্প্রতি অভিনেত্রী সেই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় অবাক হয়ে যান প্রত্যেকে। পরে জানা যায়, আসল ঘটনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥