• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই নয় পর্দায় বাস্তবেও রয়েছে সম্পর্ক, রইল বাংলা সিরিয়ালের দুই-বোন নায়িকা জুটির তালিকা

বাংলা সিরিয়ালের (Bengali Seial) জগতে কিন্তু এমন অনেক অভিনেত্রী (Actress) আছেন যাঁদের দিদি কিংবা বোনরাও (Sisters) যুক্ত রয়েছেন একই পেশার সাথে। সম্পর্কে একে অপরের দিদি-বোন হন বাংলা সিরিয়ালের জগতে এমন অভিনেত্রীদের উদারহরণ রয়েছে একাধিক। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো বাংলা সিরিয়ালের এমনই জনপ্রিয় ৫ দিদি-বোনের জুটির তালিকা।
১.শ্বেতা ভট্টাচার্য এবং তনুশ্রী ভট্টাচার্য (Sweta Bhattcharya & Tanushree Bhattacharya): এই তালিকায় প্রথমেই রয়েছেন শ্বেতা ভট্টাচার্য এবং তনুশ্রী ভট্টাচার্য। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে ভবতারিণী চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তনুশ্রী। এক সন্তানের মা এই অভিনেত্রীকে এখন মাঝে মধ্যেই গৌরী এলো সিরিয়ালে ঘোমটা কালী রূপে দেখা যায়। অন্যদিকে শ্বেতা এখন একই চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল সোহাগ জলের নায়িকা জুঁই। ব্যাস্ত জীবনের এই দুই বোনের জুটি ভীষণ প্রিয় দর্শকদের
শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattcharya,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,মানসী সেনগুপ্ত,Manosi Sengupta,রাইমা সেনগুপ্ত,Raima Sengupta,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,অদৃজা মুখার্জী,Adrija Mukherjee,দেবাদৃতা বসু,Debadrita Basu,দেবপ্রিয়া বসু,Debopriya Basu,অনন্যা গুহ,Ananya Guha,অলকানন্দা গুহ,Alokananda Guha
২. মানসী সেনগুপ্ত এবং রাইমা সেনগুপ্ত (Manosi Sengupta & Raima Sengupta): বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা মানসী। এই মুহূর্তে বড় জা মৌমিতা হয়েই লাগাতার শয়তানি করে চলেছে নীম ফুলের মধু সিরিয়ালের পর্ণার সাথে। সিরিয়ালে সে বড্ড ভালোবাসে বোন তিন্নিকে। বাস্তবেও কিন্তু অভিনেত্রীর এক বোন আছে যার নাম রাইমা সেনগুপ্ত। পেশায় তিনিও একজন অভিনেত্রী। জনপ্রিয় সিরিয়াল তোমার খোলা হাওয়ায় অভিনয় করছেন তিনি।
শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattcharya,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,মানসী সেনগুপ্ত,Manosi Sengupta,রাইমা সেনগুপ্ত,Raima Sengupta,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,অদৃজা মুখার্জী,Adrija Mukherjee,দেবাদৃতা বসু,Debadrita Basu,দেবপ্রিয়া বসু,Debopriya Basu,অনন্যা গুহ,Ananya Guha,অলকানন্দা গুহ,Alokananda Guha
৩. আর্শিয়া মুখার্জী এবং অদৃজা মুখার্জী (Arshiya Mukherjee & Adrija Mukherjee): ভুতু সিরিয়ালের জনপ্রিয় শিশু শিল্পী আর্শিয়াকে সবার মনে আছে নিশ্চই। এখন যদিও অভিনেত্রী অনেকটাই বড় হয়ে গিয়েছেন। জানা যায় আর্শিয়ার দিদি আদৃজাও বোনের মতোই অভিনয়কেই বেছে নিয়েছেন নিজের পেশা হিসাবে।
শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattcharya,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,মানসী সেনগুপ্ত,Manosi Sengupta,রাইমা সেনগুপ্ত,Raima Sengupta,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,অদৃজা মুখার্জী,Adrija Mukherjee,দেবাদৃতা বসু,Debadrita Basu,দেবপ্রিয়া বসু,Debopriya Basu,অনন্যা গুহ,Ananya Guha,অলকানন্দা গুহ,Alokananda Guha
৪.দেবাদৃতা বসু এবং দেবপ্রিয়া বসু (Debadrita Basu & Debopriya Basu): এই মুহূর্তে আলোর ঠিকানা ধারাবাহিকে অভিনয় করছেন ছোট পর্দার আলো অভিনেত্রী দেবাদৃতা। সকলেই জানেন দেবাদৃতার মা বাবা থেকে শুরু করে বোন গোটা পরিবার একই পেশার সাথে যুক্ত। দেবাদৃতার বোন দেবপ্রিয়াকে কালার্স বাংলার ক্যানিংয়ের মিনুতে দেখা গিয়েছে।
শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattcharya,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,মানসী সেনগুপ্ত,Manosi Sengupta,রাইমা সেনগুপ্ত,Raima Sengupta,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,অদৃজা মুখার্জী,Adrija Mukherjee,দেবাদৃতা বসু,Debadrita Basu,দেবপ্রিয়া বসু,Debopriya Basu,অনন্যা গুহ,Ananya Guha,অলকানন্দা গুহ,Alokananda Guha
৫. অনন্যা গুহ এবং অলকানন্দা গুহ (Ananya Guha & Alokananda Guha): এই তালিকায় রয়েছেন মিঠাই সিরিয়ালের পিঙ্কিজি অভিনেত্রী অনন্যা গুহও। অনন্যার দিদি অলকানন্দাও পেশায় একজন অভিনেত্রী।
শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattcharya,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,মানসী সেনগুপ্ত,Manosi Sengupta,রাইমা সেনগুপ্ত,Raima Sengupta,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,অদৃজা মুখার্জী,Adrija Mukherjee,দেবাদৃতা বসু,Debadrita Basu,দেবপ্রিয়া বসু,Debopriya Basu,অনন্যা গুহ,Ananya Guha,অলকানন্দা গুহ,Alokananda Guha
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই একসাথে ছবি শেয়ার করতে দেখা যায় এই দুই মিষ্টি দিদি বোনের জুটিকে। 
site