বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে এখন অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। কি অভিনয়, কি বিষয়বস্তু প্রতিটা ক্ষেত্রেই আনকোরা এই সিরিয়াল আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে লাদা। তাই দর্শকদের মুখে মুখে এখন ঝরে পড়ছে এই সিরিয়ালের প্রশংসা।
তাই শুরু থেকেই নতুনের ভীড়েও কিন্তু বিশেষভাবে নজর কাড়ছে এই ধারাবাহিক। যেভাবে বাস্তবতার মোড়কে প্রতিটা মেয়ের জীবনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হচ্ছে তা এককথায় অনবদ্য। বিশেষ করে সম্প্রতি ধারাবাহিকে টিকলির শিশু নির্যাতনের দিকটি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার ঢালাও প্রশংসা করেছেন দর্শক।
কিন্তু এতো কিছুর পরেও মৌয়ের প্রতি বিথী মাসির মানসিকতার পরিবর্তন হয়নি একফোঁটাও। সে উল্টে মৌ কে তিন ধাপে বাড়ি থেকে তাড়ানোর ছক কষছে। তাই একদিকে সে চাঁদনীকে বোঝাচ্ছে ডোডো মৌকে ডিভোর্স দিলে সে যেন ডোডোর সাথে আবার বিয়ে করে।
অন্যদিকে ডোডোকে বলছে মৌকে ডিভোর্স দিতে। মায়র মুখে একথা শুনে আকাশ থেকে পড়ে ডোডো। এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে ডোডো মৌয়ের সম্পর্কের নতুন সমীকরণ। সদ্য প্রকাশ্যে এসেছে মেয়েবেলার নতুন এক ধামাকা প্রোমো।
সেখানে দেখা যাচ্ছে বীথি মাসি শয়তানি করে নিজের ঘরেই ঢুকিয়ে দিয়েছে তার প্রাক্তন প্রেমিকা চাঁদনীকে। মৌ না জেনেই ডোডোর ঘরে ঢুকতে গিয়ে দরজার সামনে এসেই থমকে যায়। দূর থেকেই ডোডোর সাথে চাঁদনীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে। কিন্তু কথায় আছে চোখে দেখা জিনিসও সবসময় সত্যি হয় না।
এক্ষেত্রেও তাই হচ্ছে চাঁদনী এদিন বীথির চলে ফেঁসে গিয়েই ডোডোর ঘরে গিয়ে তাকে মাথা মুছিয়ে দিচ্ছিল। কিন্তু মৌ সেটা বুঝতে পেরেই ভুল বোঝে ডোডোকে। তখন মৌ কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলে শয়তানি করে বিথীমাসি আবার মৌকে ঘরে পাঠিয়ে দেয়।
আর ইটা খানিকটা শাপে বরের মতো কাজ করে। মৌ যখন কাঁদতে কাঁদতে ডোডোকে বলে ‘তোমার প্রতি সব সম্মান আমার শেষ হয়ে গেল’। তখন ডোডো মৌকে চেপে ধরে বলে ‘তুই আমাকে ভুল বুঝছিস মৌ’। কিন্তু মৌ জানায় সে ভুল বুঝছে একেবারেই। এরপরেই দেখা যায় মৌ কাঁদতে কাঁদতে রাগের মাথায় ডোডোর জামা ছিঁড়ে দেয়। এরপর দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। আর এই ভাবেই ছেলে বৌকে দূরে সরাতে গিয়ে নিজেই কাছে নিয়ে আসে বীথি মাসি।