• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মধুমিতার সাথে প্রেম থেকে গার্হস্থ্য হিংসার অভিযোগ! প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন সৌরভ

বাংলা সিনেমা (Bengali Cinema) থেকে ওয়েব সিরিজের (Web Series) দুনিয়ায় ইদানিং বেশ জনপ্রিয় নাম সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। অভিনয় চড়াও আরও একটি বিশেষ গুণ রয়েছে অভিনেতার। তা হল সৌরভ অসম্ভব ভালো বাংলা কবিতা (Poem) লেখেন এবং তা নিজেই পাঠ করেন। সোশ্যাল মিডিয়ায় সৌরভের কবিতার অনুরাগী রয়েছে চোখে পড়ার মতো। বইমেলায় প্রকাশিত হয়েছে সৌরভের লেখা কবিতার বইও।

সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ক্লাস ফাইভ থেকেই তাঁর মধ্যে কবিতা লেখার অভ্যাস তৈরী হয়েছে। কথায় কথায় এদিন অভিনেতা জানান শহরতলিতে আর পাঁচজন সাধারণ ছেলের মতোই বেড়ে উঠেছেন  তিনি। তাই সাইকেল প্রেম থেকে ধরা পড়ে গিয়ে বাড়িতে বকা খাওয়া সবটাই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অভিনেতার স্মৃতিতে।

   

টলিউড,Tollywood,সৌরভ চক্রবর্তী,Sourav Chakraborty,মধুমিতা সরকার,Madhumita Sarcar,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Separation,প্রাক্তন স্ত্রী,Ex wife,মন্তব্য,Comment

প্রসঙ্গত নাম করা অভিনেত্রী মধুমিতা সরকারের সাথে সৌরভের প্রেম থেকে বিয়ে অজানা নয় কারও কাছেই। যদিও এখন তাঁদের মধ্যে আর সম্পর্ক নেই। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ভেঙে দুজনেরই পথ আলাদা হয়েছে অনেকদিন আগেই। এখন তাঁদের আর যোগাযোগ টুকুও নেই।

টলিউড,Tollywood,সৌরভ চক্রবর্তী,Sourav Chakraborty,মধুমিতা সরকার,Madhumita Sarcar,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Separation,প্রাক্তন স্ত্রী,Ex wife,মন্তব্য,Comment

কিন্তু সাধারণ মানুষের আজও এই প্রাক্তন জুটিকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। সৌরভ মধুমিতার বিচ্ছেদের কারণ হিসাবে ইতিপূর্বে উঠে এসেছে একাধিক অভিযোগ। এমনকি গার্হস্থ্য হিংসার মতো অভিযোগও করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। এতদিনে এবিষয়ে কথা বলতে শোনা গেল সৌরভকে।

এপ্রসঙ্গে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হলে এদিন তিনি খানিক চাপা অস্বস্তি নিয়েই স্পষ্ট জানান,’মানুষ আমাকেও দেখেন, ওকেও দেখেন। তাঁরা তাদের মতো করে নিশ্চয় বুঝবেন। এক্ষেত্রে আমার কিছু না বলাই ভাল। একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ি, তুমুল ঝগড়া এ সবের কোনও মানে হয় না।’

Madhumita Sarcar shares Past Valentine's Day celebration with ex Sourav Chakraboarty

আসলে এতদিন পর প্রাক্তন স্ত্রী মধুমিতা কে নিয়ে কথা বলতে গিয়ে এদিন বেশ অস্বস্তি বোধ করছিলেন সৌরভ। এদিন সেকথা নিজের মুখেই বলতে শোনা যায় অভিনেতাকেও। বিচ্ছেদ প্রসঙ্গে বলতে গিয়ে এদিন খানিকটা উদাসীনতার সাথেই অভিনেতা বলেছেন ‘ভেঙে গিয়েছে সেটা খুব দুঃখের। আমার ধারণা ওর জীবনেও ঘেঁটেছে। আমার জীবনেও ঘেঁটেছে। একটা লম্বা সময় কাটিয়েছি দু’জনে। আমাদের ৯ বছরকে ভুল বলতে পারি না’।

ব্যক্তিগত জীবনে সৌরভ কি রোম্যান্টিক? এমন প্রশ্ন শুনে প্রথমে হেসেই ফেলেন অভিনেতা। তারপর বলেন  ‘আমার প্রাক্তন স্ত্রী যদি বুঝতেন তা হলে খুব ভাল হত’। বর্তমানে প্রেম করছেন কিনা জানতে চাওয়া হলেএদিন সৌরভ পরিষ্কার বললেন, ‘আবার প্রেম করতে একটা ভয় কাজ করে। প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস নেই আমার।’
site