• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচ্ছেবাবু ফিনিস! মিঠাইয়ের সিদ্ধার্থ নয়, ‘মুকুট’র নায়কই এবার নতুন ‘বং ক্রাশ’ বলছে নেটপাড়া

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,শ্রাবনী ভূইঁয়া,Sharabani Bhunia,অর্ঘ্য মিত্র,Argha Mitra,রায়ান,Rayan,আদৃত রায়,Adrit Roy,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha

চলতি ট্রেন্ডে গা ভাসিয়েই সবেমাত্র জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে আরও একটি বাংলা সিরিয়াল (New Serial) ‘মুকুট'(Mukut)। টিভির পর্দায় এই সিরিয়ালের বয়স মাত্র ১ দিন। ২৭ মার্চ সোমবার থেকেই শুরু হয়েছে এই নতুন সিরিয়ালের সম্প্রচার।

‘মাধবীলতা’র পর এই সিরিয়ালের হাত ধরে আরও একবার ছোট পর্দায় কামব্যাক করছেন টেলি অভিনেত্রী শ্রাবনী ভূইঁয়া (Sharabani Bhunia)। এই ধারাবাহিকেই তাঁর বিপরীতে জুটি বাঁধছেন টেলি পাড়ার নতুন হ্যান্ডসাম হাঙ্ক অর্ঘ্য মিত্র (Argha Mitra)।

Shrabani Bhunia New Serial Mukut actor Argha Mitra Real identity anm

মুকুটের এই নতুন ছবি বাবুকে মাত্র একদিনই টিভির পর্দায় দেখেছেন দর্শক। এছাড়া প্রমো প্রকাশ্যে আসার পরেও এই নতুন নায়ককে দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত এই মুহূর্তে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে অন্যতম ক্রাশ হলেন ‘মিঠাই’ সিরিয়ালের উচ্ছে বাবু অভিনেতা আদৃত রায় (Adrit Roy)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,শ্রাবনী ভূইঁয়া,Sharabani Bhunia,অর্ঘ্য মিত্র,Argha Mitra,রায়ান,Rayan,আদৃত রায়,Adrit Roy,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha

বাংলার তরুণীদের কাছে এক কথায় বং ক্রাশ আদৃত। কিন্তু এবার মুকুট সিরিয়ালের নতুন সাংবাদিক নায়ককে বেশ মনে ধরেছে দর্শকদের। তাই এবার টেলিপাড়ার এই নতুন হ্যান্ডসাম কে দেখার পর অনেককেই বলাবলি করতে শোনা যাচ্ছে সিদ্ধার্থ  অভিনেতা অদৃতকে  এবার টক্কর দিতে আসছে মুকুটের এই নতুন নায়ক অর্ঘ্য।

তবে টেলিভিশনের পর্দায় অর্ঘ্য কিন্তু নতুন নয়। ইতিপূর্বে সান বাংলার ‘দেবী’ কিংবা সুন্দরীর মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’-সহ জি বাংলার বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে অর্ঘ্যকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,শ্রাবনী ভূইঁয়া,Sharabani Bhunia,অর্ঘ্য মিত্র,Argha Mitra,রায়ান,Rayan,আদৃত রায়,Adrit Roy,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha

মুকুটের এই নায়ক টিভির পর্দায় নতুন না হলেও এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার নায়কের চরিত্রে ডেবিউ করতে চলেছেন তিনি।  জানা যাচ্ছে মুকুটের এই নতুন ছবিবাবু  কর্মসূত্রে বর্তমানে কলকাতায় থাকলেও আদতে তিনি বর্ধমানের বাসিন্দা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,শ্রাবনী ভূইঁয়া,Sharabani Bhunia,অর্ঘ্য মিত্র,Argha Mitra,রায়ান,Rayan,আদৃত রায়,Adrit Roy,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha

মডেলিংয়ের দৌলতে ইতিপূর্বে তিনি  কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও। সেই সূত্রেই বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির সাথেও  কাজ করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা। এছাড়া ইতিমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন বড় পর্দাতেও। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করে ফেলেছেন ‘মহিষাশুরমর্দিনী’তে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥