বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকের নায়িকা মিতুল (Mitul) যেন একাই একশো। ঘর সংসার গুন্ডা বদমাইশ সবকিছুই একা হাতে সামলায় ঘূর্ণির মেয়ে মিতুল পাল। ধারাবাহিকে এই মিতুলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)।
তাঁর তুখোর অভিনয় রাতারাতি মন জয় করে নিয়েছে দর্শকদের। খেলনা বাড়ির মিতুল হয়েই বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন আরাত্রিকা। ধারাবাহিকে তাঁর বিপরীতে ইন্দ্র চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। পর্দায় এই ইন্দ্র-মিতুল জুটির মিষ্টি রসায়ন ভীষণ পছন্দ করেন দর্শকরা।
সিরিয়ালে নিয়মিত দর্শকরা জানেন লাহিড়ী বাড়ির বড় ছেলে ইন্দ্রজিৎ লাহিড়ী আর তার বউ মিতুলের ঘরে বাইরে শত্রুর অভাব নেই। এই সবেমাত্র চিরশত্রু রণজিৎ লাহিড়ীকে জেলে পাঠিয়ে সুখে শান্তিতে দিন কাটছিল ইন্দ্র মিতুলের। এরই মধ্যে লাহিড়ী বাড়িতে আসতে চলেছে সুখবর। ইতিমধ্যেই টিভিতে সম্প্রচারিত হয়েছে মিতুলের সাধের অনুষ্ঠানের পর্ব।
কিন্তু সেখানেও এক বড় বিপদের মুখে পড়েছিল ইন্দ্র-মিতুল। গুগলি সমেত গোটা লাহিড়ী বাড়িকে উড়িয়ে দেওয়ার জন্যই লুকিয়ে বোম ফিট করেছিল অনামিকা। কিন্তু ভোলে বাবার কৃপায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে অনামিকার। আর এই পর্ব মিটতেই লাহিড়ী বাড়ির দর্শকদের জন্য আসতে চলেছে আরো এক নতুন চমক।
সদ্য প্রকাশ্যে আসা প্রমো দেখে জানা যাচ্ছে প্রতিশোধ নিতে হাসপাতাল থেকে মিতুলের ছেলে চুরি করে নিয়ে তাকে অনাথ বানিয়ে দেবে অনামিকা। এরপরেই শুরু হয় মিতুলের নতুন অধ্যায়। কয়েক বছরেরলীপ নেবে খেলনা বাড়ি। তারপরেই দেখা যাচ্ছে আগের তুলনায় খানিকটা হলেও বয়স বেড়েছে মিতুলের।
বড় হয়ে গিয়েছে গুগলি। আর মিতুলের সেই হারিয়ে যাওয়া ছেলে।কিন্তু বড় হয়ে রাস্তাঘাটে গুন্ডামি করছে। যা মিতুলের নজরে পড়তেই তার গালে ঠাসিয়ে চড় মারে বাংলা সিরিয়ালের ‘লেডি রঞ্জিত মল্লিক’ মিতুল পাল। সেই সাথে তাকে বলতে শোনা যায় ‘বাঁদর ছেলে কলেজে এসে গুন্ডামি হচ্ছে? আমার ছেলে হলে তোকে শুধরে দিতাম।’ আগামী দিনে খেলনা বাড়ির মিতুলের এই নতুন অধ্যায় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক।