• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাণক্য নীতিঃ জীবনভর পস্তাতে না চাইলে, স্ত্রীকে ভুলেও বলবেন না এই ৪ কথা!

মানব জীবনের প্রত্যেকটি স্তর নিয়েই আলোচনা করেছেন মহাজ্ঞানী চানক্য (Chanakya)। কি করা উচিত কি নয় জানিয়েগিয়েছেন নিজের চানক্য নীতির (Chanakya Niti) মধ্যে দিয়ে। একইভাবে সাংসারিক সুখ শান্তি বজায় রাখার জন্যও বেশ কিছু উপায় বাতলে দিয়েছেন তিনি। শাস্ত্রমতে স্বামী স্ত্রীর একেঅপরের ওপর পূর্ণ অধিকার রয়েছে। উভয়েই একেঅপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য পূরণ করে থাকে।

কিন্তু অনেক সময় দেখা যায় সংসারে বা দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। স্বামীর কিছু কথায় স্ত্রীরা ক্ষুদ্ধ হন। মনে হয় এই কথাগুলো হয়তো না বলাটাই শ্রেয় ছিল। আজ আপনাদের চানক্য নীতি শাস্ত্রে উল্লিখত এমন চারটি বিষয় সম্পর্কে জনাব যেগুলো স্ত্রীকে বলা উচিত নয়। চলুন দেখে নেওয়া যাক এই ৪টি কথা কি কি?

   

Chanakya Niti

১. নিজ দুর্বলতার কথাঃ  চানক্য নীতি অনুজয়ী কখনই কাউকে নিজের দুর্বলতার সম্পর্কে বলতে নেই। কারণ সেই দুর্বলতার অপপ্রয়োগ করতে পারে অন্য কেউ। এমনকি স্ত্রীর কাছেও নিজের দুর্বলতার কথা জানতেনই। কেন? কারণ দুর্বলতা জেনে গেলে সেটা আপনার বিরুদ্ধে কাজে লাগাতে পারবে স্ত্রী।

২. গোপনে দান করার কথাঃ অনেকেই দান-ধ্যান পছন্দ করেন। কিন্তু দান সর্বদাই গোপনে করা উচিত। এক্ষেত্রে নিজের স্ত্রীকেও দানের কথা জানাতে নেই। কারণ এতে আপনার দানের গুরুত্ব অনেকটাই কমে যাবে।

৩. নিজের সাথে ঘটে যাওয়া অপমানের কথাঃ আপনি যদি কখনো কোথাও অপমানিত হয়ে থাকেন, তাহলে সেটা স্ত্রীর থেকে গোপন রাখুন। কেন? এর উত্তর হল এতে স্ত্রী আপনাকে ছোট চোখে দেখতে পারেন বা উপহাস্য করতে পারেন আপনাকে নিয়ে।

৪. সমস্ত উপার্জনের হিসাবঃ চানক্য নীতি অনুযায়ী স্ত্রীকে নিজের সমস্ত উপার্জনের সম্পর্কে জানাতে নেই। কারণ এটা জানতে পারলে স্ত্রী নিজের ইচ্ছা মত ব্যয় করতে পারেন। এক্ষেত্রে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসের পিছনে অর্থ খরচ হতে পারে। যেটা পরবর্তীকালে আপনি চাইলেও আটকাতে পারবেন না

site