বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) সময়টা গত বছর থেকেই ভালো যাচ্ছে না। অভিনেতার একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ‘সূর্যবংশী’র পর থেকে আর কোনও হিট সিনেমা নেই আক্কির ঝুলিতে। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’র পর ফ্লপ হয়েছে ‘খিলাড়ি’র ‘সেলফি’ও। দুঃসময় কাটিয়ে কেরিয়ারের সুদিন ফেরাতে তাই ব্লকবাস্টার ৮টি ছবির সিক্যুয়েল (Sequel) আনছেন তিনি।
ওহ মাই গড ২ (OMG 2)- অক্ষয় কুমার, পরেশ রাওয়াল অভিনীত ‘ওহ মাই গড’ ছবিটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। এবার এই ছবিরই সিক্যুয়েল আসছে। জানা যাচ্ছে, শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ‘ওহ মাই গড ২’র। শীঘ্রই প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা।
হেরা ফেরি ৩ (Hera Pheri 3)- দর্শকদের মন জয় করতে আবারও একসঙ্গে আসছেন বাবু ভাইয়া, রাজু এবং শ্যাম। প্রথমে অবশ্য শোনা গিয়েছিল, অক্ষয় এই ছবিতে থাকবেন না। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে এক ফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয়, পরেশ এবং সুনীল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘হেরা ফেরি ৩’র শ্যুটিং।
আওয়ারা পাগল দিওয়ানা ২ (Awara Paagal Deewana 2)- অক্ষয় অভিনীত ‘আওয়ারা পাগল দিওয়ানা’ ছবিটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘হেরা ফেরি ৩’র পর এই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েলের কাজ শুরু করবেন অক্ষয়।
ওয়েলকাম ৩ (Welcome 3)- অক্ষয়ের ‘ওয়েলকাম’ ছবিটি এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। যদিও ছবির দ্বিতীয় ভাগে দেখা মেলেনি আক্কির। তবে এখন শোনা যাচ্ছে, ‘ওয়েলকাম ৩’তে আবার থাকবেন অক্ষয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ।
হাউসফুল ৫ (Housefull 5)- ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ৪টি ছবি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। এবার জানা যাচ্ছে, ‘হাউসফুল ৫’ আসতে চলেছে। মাল্টিস্টারার ছবিতে থাকবেন বলিউড সুপারস্টার অক্ষয়।
সূর্যবংশী ২ (Sooryavanshi 2)- এখনও পর্যন্ত অক্ষয়ের শেষ হিট ছবি হল রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’। এরপর থেকে আর বক্স অফিসে লক্ষ্মীলাভ হয়নি অভিনেতার। এবার শোনা যাচ্ছে, ‘সূর্যবংশী ২’ আসতে চলেছে। শীঘ্রই শুরু হবে ছবির কাজ।
জলি এলএলবি ৩ (Jolly LLB 3)- ‘জলি এলএলবি’ ছবিতে আরশাদ ওয়ারশি অভিনয় করেছিলেন। দ্বিতীয় ভাগে অভিনয় করেন অক্ষয়। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল ‘জলি এলএলবি ২’। এবার শোনা যাচ্ছে, ‘জলি এলএলবি ৩’য়ে অক্ষয় এবং আরশাদ- দু’জনকেই একসঙ্গে দেখা যাবে।
রাউডি রাঠৌর ২ (Rowdy Rathore 2)- রাউডি রাঠৌর ছবিতে অক্ষয়ের ‘হটকে’ অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। এখনও অনেকের ‘চিনতা তা চিতা চিতা’ গান এবং হুক স্টেপটি মনে আছে।
এবার শোনা যাচ্ছে, ব্যাক টু ব্যাক ফ্লপের পর ‘রাউডি রাঠৌর ২’ নিয়ে আসছেন অক্ষয়। শীঘ্রই এই ছবির কাজ শুরু করতে চলেছেন আক্কি।