• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫ বছরেই লাটে উঠছে সংসার, বিচ্ছেদের পথে রণবীর-দীপিকা! ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু জল্পনা

বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম হলেন রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। স্বামী-স্ত্রী দু’জনেই ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা। অসংখ্য অনুরাগী রয়েছে তাঁদের। অনস্ক্রিনের মতোই অফস্ক্রিনেও তাঁদের রসায়ন দেখার মতো। রণবীর যেমন স্ত্রীয়ের খেয়াল রাখতে কোনও ত্রুটি করেন না, তেমনই দীপিকাও স্বামী অন্ত প্রাণ। তবে এবার এই দুই তারকাই বিচ্ছেদের (Divorce) পথে হাঁটছেন!

হ্যাঁ, ঠিকই দেখছেন। গত কয়েক মাস ধরে রণবীর-দীপিকার সংসারে খুদে সদস্য আসার অপেক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা। কিন্তু সন্তান হওয়ার সুখবর আসা তো দূর, বরং এখন তাঁদের ডিভোর্সের জল্পনায় উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সৌজন্যে একটি ভিডিও। যা দেখে নেটিজেনদের অনুমান, ‘দীপবীর’এর সম্পর্ক তলানিতে ঠেকেছে।

   

Ranveer Singh and Deepika Padukone, Ranveer Singh and Deepika Padukone divorce, Ranveer Deepika divorce

২০১৮ সালে লেক কোমোয় রাজকীয় কায়দায় সাত পাক ঘুরেছিলেন ‘রামলীলা’ খ্যাত এই তারকাজুটি। বিয়ের ৫ বছর হতে না হতেই এবার তাঁদের সংসার ভাঙার খবর সামনে আসছে। যা শোনার পর স্বাভাবিকভাবেই সকলে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছেন। এখন নিশ্চয়ই ভাবছেন ভাইরাল সেই ভিডিওয় কী এমন রয়েছে যা দেখার পর থেকে ‘দীপবীর’এর সংসার ভাঙার গুঞ্জন শুরু হয়েছে?

আসলে সম্প্রতি রণবীর-দীপিকা এবং দীপিকার বাবা তথা কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়ার প্রকাশ পাড়ুকোন ‘ইন্ডিয়ান স্পোর্টস অনার’ অনুষ্ঠানে গিয়েছিলেন। গাড়ি থেকে নেমে ‘দীপবীর’ যখন অনুষ্ঠানস্থলে ঢুকবেন তখন তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। সেই সময়কারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Ranveer Singh and Deepika Padukone, Ranveer Singh and Deepika Padukone divorce, Ranveer Deepika divorce

রণবীর-দীপিকার সেই ভিডিওয় দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে দীপিকার হাত ধরবেন বলে হাত বাড়িয়ে দেন রণবীর। কিন্তু ‘গেহরাইয়া’ অভিনেত্রী স্বামীর দিকে না তাকিয়েই তাঁকে পাত্তা না দিয়ে নিজের শাড়ি ঠিক করতে করতে এগিয়ে যেতে থাকেন। সদাহাস্যময় এই তারকাজুটির মুখের হাসিও গায়েব ছিল। আর ব্যস, সেই ভিডিও দেখেই নেটিজেনদের মনে ডিভোর্সের জল্পনা উঁকি দিতে শুরু করে দেয়।


একজন নেটাগরিক সংশ্লিষ্ট ভিডিওর নীচে কমেন্ট করে লিখেছেন, ‘আমি আশা করব রণবীর-দীপিকার মধ্যে সবকিছু ঠিক আছে! আরও একটি ডিভোর্সের খবর শুনতে চাই না’। প্রসঙ্গত উল্লেখ্য, ‘রামলীলা’র সেট থেকে প্রেমপর্ব শুরু হয়েছিল রণবীর-দীপিকার। বেশ কয়েকবছর প্রেম করার পর ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ‘দীপবীর’ অনুরাগীরা আশা করবেন, তাঁদের প্রিয় তারকাজুটির সংসারে সবকিছু ঠিক আছে।

site