• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেবোকে ছাড়াই আসছে ‘৩ ইডিয়টস’ পার্ট টু! জানতে পেরেই নেটপাড়ায় ক্ষোভ প্রকাশ কারিনার

Published on:

Kareena Kapoor Khan angry with Aamir Khan, R Madhavan and Sharman Joshi for 3 Idiots sequel

বলিউডের (Bollywood) ইতিহাসের অন্যতম সেরা ছবি হল ‘৩ ইডিয়টস’ (3 Idiots)। আমির খান, আর মাধবন এবং শরমন জোশী অভিনীত এই সিনেমা এখনও দর্শকমনে গেঁথে রয়েছে। এই ছবিতে অভিনয়ের পর থেকে দর্শকদের অনেকের কাছেই এই তিন অভিনেতার পরিচিতি র‍্যাঞ্চো, ফারহান এবং রাজু নামে হয়ে গিয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজে এই তিন বন্ধুর কাহিনী দেখার পর থেকেই সিক্যুয়েলের  (3 Idiots sequel) দাবি জানাচ্ছিলেন দর্শকরা।

মাঝখানে এতগুলো বছর কেটে গেলেও পরিচালক এই বিষয়ে কোনও আপডেট দেননি। তবে এবার হয়তো দর্শকদের সেই চাহিদা পূরণ হতে চলেছে। সম্প্রতি এমনই আভাস দিয়েছেন বি টাউনের নামী অভিনেত্রী তথা ‘৩ ইডিয়টস’এর নায়িকা করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে একথা বলেন অভিনেত্রী। আর এরপর থেকেই ‘৩ ইডিয়টস ২’এর  (3 Idiots 2) আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছেন দর্শকরা।

3 Idiots, 3 Idiots sequel

রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার ‘৩ ইডিয়টস’এ বোম্যান ইরানি অভিনীত ‘ভাইরাস’ চরিত্রটির ছোট মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল করিনাকে। আমির অভিনীত র‍্যাঞ্চো ওরফে ফুংসুক ওয়াংড়ুর নায়িকা হয়েছিলেন তিনি। তবে সিক্যুয়েলে দেখা মিলবে না করিনার! অভিনেত্রীর ভিডিও দেখে এমনটাই আঁচ করেছেন নেটিজেনরা।

সম্প্রতি করিনা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, ‘এই তিনজনের (আমির, মাধবন, শরমন) কোনও প্ল্যানিং চলছে না তো? কিছু তো একটা চলছে, যেটা আমাদের থেকে লুকিয়ে রাখা হচ্ছে। আমি জানি এটা শরমনের কোনও সিনেমার প্রোমোশন নয়। আমার মনে হচ্ছে, কোনও সিক্যুয়েলের প্ল্যানিং চলছে। কিন্তু তাও আবার আমায় ছাড়া! এটা কী করে সম্ভব হয়? আমি নিশ্চিত বোম্যানও এই বিষয়ে কিছু জানে না’। একথা বলেই, বোম্যানকে ফোন লাগান অভিনেত্রী।

3 Idiots, 3 Idiots sequel, Kareena Kapoor Khan 3 Idiots sequel, 3 Idiots 2

আসলে কয়েকদিন আগে আমির, মাধবন এবং শরমনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। তিনজনের পরনেই ছিল লাল রঙের পোশাক। তবে তখনও দেখা যায়নি করিনাকে। এরপর থেকেই সন্দেহ হতে শুরু করে বেবোর।


করিনা গত কয়েকদিন বাড়ি ছিলেন না। ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। আর তার মধ্যেই এত বড় বিষয় ঘটে যাওয়ায় বেশ অবাক হয়ে গিয়েছেন তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না! ওঁরা আমার ছাড়া এটা কীভাবে করতে পারলো? বোম্যান ইরানি তোমার থেকেও এটা লুকিয়ে রেখেছিল?’ এখন নেটিজেনদের প্রশ্ন, সত্যিই কি আসছে ‘৩ ইডিয়টস’এর সিক্যুয়েল। করিনার ভিডিও প্রশ্নের জন্ম দিলেও উত্তর কিন্তু এখনও অধরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥