বাংলা সিরিয়ালের ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum)। স্টার জলসার এই সিরিয়ালে অভিনয় করে বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী রণিতা দাস (Ranieeta Dash)। গ্রামের সরল সাধাসিধে বাহামণির (Baha) চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে আপনি কি জানেন, সিরিয়ালে শান্ত, চুপচাপ গোছের হলেও, বাস্তবে কিন্তু রণিতা একেবারেই এমন নন।
বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা গড়া কোনও নতুন বিষয় নয়। সিরিয়াল কিংবা সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে বহু তারকা সম্পর্কে জড়িয়েছেন। রণিতা এবং তাঁর প্রেমিক সৌপ্তিক চক্রবর্তীর (Souptik Chakraborty) প্রেমের শুরুটাও এভাবেই হয়েছিল। দেখতে দেখতে একসঙ্গে ১৩টি বসন্ত কাটিয়ে ফেলেছেন তাঁরা। তবে একবার নাকি এই সৌপ্তিকই রণিতাকে ছেড়ে অন্য এক নায়িকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন!
সম্প্রতি সৌপ্তিক এবং রণিতার প্রেমের এই অজানা কাহিনী জানতে পেরেছেন অনুরাগীরা। অন্য নায়িকার সঙ্গে প্রেমিক বিয়ের পিঁড়িতে বসছে শুনে রণিতা যা করেছিলেন শুনলে অবাক হয়ে যাওয়া ছাড়া সত্যিই অন্য কোনও উপায় নেই। অতীতের সেই কাহিনী সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ বলেছেন পর্দার বাহামণি।
রণিতা এবং সৌপ্তিকের প্রথম আলাপ হয় ‘ধন্যি মেয়ে’ সিরিয়ালের সেঁটে। প্রথম দেখায় অবশ্য সৌপ্তিককে খুব একটা ভালোলাগেনি ‘ইষ্টি কুটুম’ অভিনেত্রীর। অভিনেতার অ্যাটিটিউড, বাঁকা নাক, গায়ের রং কিছুই ভালোলাগেনি রণিতার। তবে একসঙ্গে অভিনয় করতে করতেই আস্তে আস্তে একে অপরকে মন দিয়ে ফেলেন তাঁরা।
অনেকেই হয়তো জানেন না, রণিতা প্রেমিকা হিসেবে খুব পজেসিভ। সেই জন্যই সৌপ্তিক যখন নায়ক হিসেবে অন্য এক নায়িকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তখন সোজা সেই সিরিয়ালের সেটে গিয়ে হাজির হয়েছিলেন পর্দার বাহা। একটি বোরখা পরে ভিড়ের মধ্যে হাজির হয়েছিলেন তিনি। তাঁকে দেখেই নাকি সন্দেহ হয়েছিল সৌপ্তিকের। পরে জানা যায়, তিনি আর কেউ নন রণিতাই।
একথা শোনার পর রচনা রণিতাকে জিজ্ঞেস করেন, ‘হ্যাঁ রে, তুই এতখানি পজেসিভ?’ পর্দার বাহামণি অবশ্য একথা মেনে নেন। তবে সৌপ্তিক জানান, এখন রণিতার পজেসিভনেস আগের থেকে অনেকটা কমেছে। অভিনেত্রী জানান, তিনি এবং সৌপ্তিক একেবারে আলাদা ধরণের মানুষ। তাই অনেকেই ভেবেছিলেন, তাঁদের সম্পর্ক বেশিদিন টিকবে না। কিন্তু নিন্দুকদের মুখে ঝামা ঘষে ১৩ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা। আপাতত তাঁদের বিয়ে দেখার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা।