• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরীক্ষা না দিয়েও ফার্স্ট! স্মার্ট হতে গিয়ে ভুল, নেটপাড়ায় ট্রোলড হলেন দেবলীনা

Published on:

Devlina Kumar Corrected her mistake not SET it was RET

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘সাহেবের চিঠি’তে (Saheber Chithi) খলনায়িকা রাইমার চরিত্রে। এই সিরিয়াল শেষ হওয়ার পর এখনো পর্যন্ত দেবলীনার নতুন কোন সিরিয়ালে কামব্যাক করার খবর নেই।

তবে সম্প্রতি অভিনয় নয় অন্য একটি বিষয়কে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। আসলে অভিনেত্রীর বাবা দেবাশীষ কুমার পেশায় রাজ্যের শাসকদলের সক্রিয় কর্মী হওয়ায় অভিনেত্রীকে মাঝেমধ্যেই খোঁচা দিয়ে কথা বলেন নিন্দুকরা। কারও অভিযোগ ‘সবটাই বাবা করে দিয়েছেন’। তো কেউ বলেন ‘নিজের গুণে নয়, বাবার ক্ষমতার  জোরেই তিনি যাবতীয় সাফল্য অর্জন করেছেন’।

Devlina Kumar shared her SET results on social media

তাই নিন্দুকদের খোঁচা দিতেই সোশ্যাল মিডিয়ায় দিন দুয়েক আগে একটি পোস্ট করেছিলেন দেবলীনা। আসলে পেশায় অভিনেত্রী (Actress) হলেও দেবলীনার রয়েছে আরও একটি বিশেষ প্রতিভা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘গেস্ট লেকচারার’ হিসেবে অধ্যাপনাও করেন তিনি। এদিন সেই রেশ টেনেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি প্রবেশিকা পরীক্ষার ফলাফলের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

আট বছর আগের সেই ফলপ্রকাশের ছবি শেয়ার করে অভিনেত্রী স্পষ্ট লিখেছিলেন, ‘আমার ফোনের অ্যালবামে এই স্ক্রিনশটটি পাওয়া গেছে। যাঁরা জানেন না তাঁদের জন্য বলি এটি পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি অনলাইন পরীক্ষা’। সেইসাথে অভিনেত্রী লিখেছিলেন ‘অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে’।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,দেবলীনা কুমার,Devlina Kumar,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll,জবাব,Reply

তবে এদিন আট বছর আগের পুরনো রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনে নিজেই বিপাকে পড়েছিলেন  অভিনেত্রী। চূড়ান্ত ট্রোল করে কেউ লিখেছিলেন, ‘ভদ্রমহিলা তো ভাল মতো ছ়ড়িয়েছেন।’ তো আবার কারও প্রশ্ন ছিল ‘সেট পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড আবার কবে থেকে ঘোষণা করা হল? এটা তো বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পরীক্ষা।’

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,দেবলীনা কুমার,Devlina Kumar,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll,জবাব,Reply

শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে আগের দিনের পোস্টটি ফেসবুক থেকে নিজেই ডিলিট করে দেন দেবলীনা। সেইসাথে প্রকাশ্যেই ভুল শুধরে নিয়ে ফেসবুকের দেওয়ালে অভিনেত্রী এদিন লিখেছেন ‘সংশোধন করলাম। ওটা রেট পরীক্ষা হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥