বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেতা হলেন গৌরব রায়চৌধুরী (Gourab Roychowdhury)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বৌ’তে (Ranga Bou) গৌরব অভিনীত চরিত্রের নাম কুশ (Kush)। শীল বাড়িতে একেবারে কোণ ঠাসা ছেলের চরিত্রে অভিনয় করছেন তিনি।
টেলিভিশনের পর্দায় ‘পিলু’ শেষ হওয়ার পর এই মুহূর্তে সরল,সাধাসিধে কুশের চরিত্রে অভিনয় করেই গৌরব হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের ছেলে। পিলু শেষ হতেই এবার তাঁকে এক অন্য রূপে দেখছেন দর্শক। এই সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রুতি দাসের সাথে জুটি বেঁধেছেন গৌরব।
যার ফলে দর্শক আরও একবার পুরনো ত্রিনয়নী জুটিকেই নতুন রূপে ফিরে পেয়েছেন দর্শক। প্রসঙ্গত দেখতে দেখতে অভিনয় জগতে বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন গৌরব। এই অভিনয়ের হাত ধরেই এখন বিনোদন জগতে তুমুল নাম ডাক অভিনেতার। অভিনেতা হিসাবে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রতি মুহূর্তে ভাঙছেন নিজেকে।
তবে জীবনে যতই সাফল্য আসুক ব্যক্তিগত জীবনে অভিনেতার মনের মধ্যে রয়ে গিয়েছে এক বিরাট দগদগে ক্ষত। আসলে অনেক ছোটবেলাতেই মাথার ওপর বট গাছের মতো থাকা জীবনের সবচেয়ে বড় আশ্রয় নিজের বাবাকে হারিয়েছেন অভিনেতা। আজ থেকে ৯ বছর আগে বাবাকে হারিয়েছেন অভিনেতা। তবে বাবাকে হারানোর পর একটা শুন্যতা আজও রয়েছে অভিনেতার জীবনে।
সেই কষ্ট বুকে করে নিয়েই প্রত্যেক বছর প্রয়াত বাবার মৃত্যু বার্ষিকীতে বাবার উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন গৌরব। এদিনও সোশ্যাল মিডিয়ায় তেমনি একটি খোলা চিঠিতে নিজের মনের আবেগ উজাড় করে দিয়ে অভিনেতা লিখেছেন ‘প্রিয় বাবা, তোমার জন্য রইল খোলা চিঠি। ৯ বছর কেটে গেছে…সময়ের সঙ্গে সঙ্গে ভাবনা, ইচ্ছে, শক্তি, মনোবল, সবকিছরই উন্নতিই হয়েছ’।
সেইসাথে অভিনেতার সংযোজন ‘জীবনে অযথা প্লাস্টিক স্মাইলগুলো বন্ধ করে দিয়েছি, কারণ, তোমার বলা কথা আজ যে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে..। সত্যি বলো, আর প্রাণ দিয়ে আশা না করে কাজ করে যাও, দেখিস কেউ না কেউ তোকে রাস্তা বানিয়ে আগলে নেবে…মন খারাপ হয় বড্ড কম…শুধু একটু বড় হয়ে গেছে তোমার বাবন…। কোনও নেগেটিভ ভাবনা দেখলে আজ আমি তাড়া করি।