প্রতিদিন সন্ধ্যা হলেই টেলিভিশনের পর্দায় নিত্যনতুন চরিত্রে আগমন ঘটে জনপ্রিয় সব টেলি অভিনেত্রীদের (TV Actress) মধ্যেই। তাঁদের মধ্যেই এমন কয়েকজন অভিনেত্রী আছেন যারা কাঁচা বয়সের মায়ায় কুড়ির কোঠা পেরনোর আগেই সংসার পেতে ছিলেন।
কিন্তু সময়ের সাথে সাথে অভিনয় জীবনের নাম,যশ,খ্যাতি সবকিছুই হাতের মুঠোয় চলে এলেও ফাটল ধরে তাঁদের ব্যক্তিগত জীবনে। তাই অল্প বয়সেই বিয়ে ভাঙার (Marriage Breakdown) মতো বিরাট ধাক্কা খেয়ে কেউ থিতু হয়েছেন আবার কেউ নিজের মতো করেই এগিয়ে গিয়েছেন নতুন জীবনে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো সেই সব জনপ্রিয় টেলি অভিনেত্রীদের তালিকা।
সোনামণি সাহা (Sonamoni Saha): বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনামণি সাহা। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’য় রাধিকা চরিত্রে অভিনয় করছেন তিনি। শোনা যায় অভিনয়ের কেরিয়ার শুরু হওয়ার আগেই বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ৪ বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রীর। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই কোরিওগ্রাফার সুব্রত রায়ের সাথে বিয়ে করেছিলেন সোনামণি। কিন্তু ২০১৯ সালের শেষের দিকেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলে জানা যায়। তারপর থেকে যদিও ‘মোহর’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনের সাথে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা যায় টেলিপাড়ায়।
তিয়াসা লেপচা (Tiyasha Lepcha): বিয়ের পর বিচ্ছেদ হয়ে যাওয়া অভিনেত্রীদের এই তালিকায় এরপরই রয়েছেন ‘কৃষ্ণকলি’ খ্যাত শ্যামা অভিনেত্রী তিয়াসা লেপচা। এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে ইন্দিরা চরিত্রে। প্রসঙ্গত কৃষ্ণকলি ছিল তিয়াসার প্রথম মেগা সিরিয়াল। এই সিরিয়াল করার আগেই ২০১৭ সালে অভিনেতা সুবান রায়ের সাথে মাত্র ১৮ বছর বয়সে স্বেচ্ছায় বিয়ে করেছিলেন তিয়াসা। কিন্তু পরবর্তীতে তাঁদের দাম্পত্য জীবনে তিক্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে পরবর্তীতে ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
মধুমিতা সরকার (Madhumita Sarcar): একসময় ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করতেন মধুমিতা সরকার। এখন বড়পর্দাতেই বেশি নামডাক হয়েছে তাঁর। তবে এখনও বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে তিনি ‘বোঝে না সে বোঝে না’র পাখি নামেই বেশি জনপ্রিয়। মধুমিতা ২০১৫ সালে বাড়িতে না জানিয়ে মাত্র উনিশ বছর বয়সে বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী সাথে। কিন্তু আচমকাই তাঁদের মধ্যে ভাঙনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে ২০১৯ সালে পাকাপাকিভাবেই বিচ্ছেদ হয়ে যায় দুজনের। এখনো তাদের মধ্যে মুখ দেখা দেখি টুকুও নেই পর্যন্ত বলেই জানা যায়।
মানালি দে (Manali Dey): তালিকায় রয়েছেন ছোট পর্দার ‘ফুলঝুরি’ অভিনেত্রী মানালি দে। প্রথম সিরিয়াল ‘বউ কথা কও’এর মৌরি হয়েই বাংলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এই সিরিয়াল শেষ হওয়ার পর পরই মাত্র ২২ বছর বয়সে ২০১২ সালে সংগীতশিল্পী সপ্তকের সাথে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু মানালির এই বিয়ে চার বছরের মাথায় ভেঙে যায়। এখন যদিও অভিনেত্রী এগিয়ে গিয়েছেন নিজের জীবনে। ২০২১ সালেই পরিচালক অভিমান্য মুখোপাধ্যায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
শোলাঙ্কি রায় (Solanki Roy): জনপ্রিয় এই অভিনেত্রীদের তালিকায় রয়েছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালের খড়ি অভিনেত্রী শোলাঙ্কি রায়। এই অভিনেত্রীও খুব অল্প বয়সেই ২০১৭ সালে নিউজিল্যান্ডে কর্মরত শাক্য বসুর সাথে গাঁট ছাড়া বেঁধেছিলেন সে সময় বেশ কিছুদিন অভিনয় থেকে দূরেই ছিলেন শোলাঙ্কি।
পরবর্তীতে শোনা যায় বিচ্ছেদ হয়েছে তাদেরও। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেত্রী। তবে এখন মাঝেমধ্যেই অভিনেতা সোহম চক্রবর্তীর সাথে শোলাঙ্কির প্রেমের গুঞ্জন শোনা যায়।