• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দত্ত বাড়িতে তুলকালাম! সম্পত্তি ভাগের মাঝে ফুটে উঠেছে বাস্তব চিত্র, প্রশংসা দর্শকদের

বর্তমানে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরু থেকেই শাশুড়ি বৌমার কূটকচালী নিয়ে তৈরী এই ধারাবাহিকে একেবারে হুবহু ফুটে উঠেছে একাধিক মধ্যবিত্ত বাঙালি পরিবারের (Middle Class Family ) বাস্তব চিত্র (Real Picture)।

এছাড়াও এই অল্প দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের নায়ক-নায়িকা সৃজন-পর্ণা (Srijan-Parna) জুটির মিষ্টি রসায়ন। সেইসাথে জমে উঠেছে বাবুউর মা কৃষ্ণার গা জ্বালানো সংলাপ আর অভিনয়। যার ফলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছেন এই বাবুর মা অভিনেত্রী অরিজিতা।

   

Neem Pholler Madhu Srijan Parna

তবে একজন শিল্পী হিসাবে দর্শকদের এই রাগ আর ক্ষোভই হল তাঁর সবচেয়ে বড় প্রাপ্ত । গত বছরের শেষেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে এই সিরিয়াল। সেই থেকে দেখতে দেখতে ইতিমধ্যেই ৩ মাস পেরিয়ে গিয়েছে এই সিরিয়ালের বয়স। এরইমধ্যে টি আর পি তালিকাতেও নিয়মিত ভালোই ফল করছে এই সিরিয়াল। প্রায় প্রত্যেক সপ্তাহেই প্রথম পাঁচের মধ্যেই ঘোরাফেরা করে এই সিরিয়ালের টি আর পি স্কোর।

তাই এরইমধ্যে দর্শকমহলে জাঁকিয়ে বসার পাশাপাশি টি আর পি তালিকাতেও ছক্কা হাঁকাচ্ছেন দত্ত বাড়ির সদস্যরা। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন বিয়ে হয়ে দত্তবাড়ি আসার আগে থেকেই শাশুড়ি অর্থাৎ ‘বাবুউর মা’ কৃষ্ণার দু চোখের বিষ পর্ণা। আর বিয়ের পর তো কথাই নেই। উঠতে বসতে শাশুড়ির কাছে হেনস্থা হচ্ছে পর্ণা। এমনকি বাড়িতে বিবাহিত বৌ থাকতেও বাবুর আবার বিয়ে দিচ্ছিল বাবুর মা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,বাবুর মা,Babur Ma,মধ্যবিত্ত পরিবার,Middle Class Family,বাস্তব চিত্র,Real Picture,Target Rating Point

আর সৃজনও বৌয়ের ওপর রাগ করে বসে গিয়েছিল বিয়ের পিঁড়িতে। যদিও সিঁদুর দানের আগে পর্ণা এসে পড়ে। আর তারপর থেকেই সব দশ মৌমিতা আর অয়নের  চাপিয়ে পাল্টি খেয়ে যায় ‘পল্টিবাজ’ বাবুর মা।সেসব নিয়েই এখন রীতিমতো তুলকালাম চলছে দত্ত বাড়িতে। এসবের মধ্যে ‘মানে টা কি’ অর্থাৎ সৃজনের জেঠু তাঁর মনের মধ্যে চেপে রাখা এতদিনের বাসনা প্রকাশ করে খোলাখুলি সংসার ভাগের কথা বলে বসেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,বাবুর মা,Babur Ma,মধ্যবিত্ত পরিবার,Middle Class Family,বাস্তব চিত্র,Real Picture,Target Rating Point

কিন্তু পর্ণা ঠিক করে নিয়েছে যতই প্রতিকূলতা আসুক না কেন দত্ত বাড়িকে সে ভাগ হতে দেবে না। আর পারিবারিক অশান্তির এই দৃশ্য দেখে এই সিরিয়ালের দর্শকরা বলছেন ‘নিম ফুলের মধু-তে একটা জিনিস লক্ষ্য করা গেছে মধ্যবিত্ত বাঙালি ঘরের টুকরো টুকরো ঘটনা খুব সুন্দর ভাবে উপস্থাপিত করছে। সে দুঃখজনক-ই হোক বা সুখজনক হোক’।

site