বলিউডের (Bollywood) সেরা নায়িকাদের মধ্যে একজন হলেন রানী মুখার্জি (Rani Mukerji)। গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই বঙ্গ তনয়া। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলার পরেও দর্শকদের মনে রানীর জন্য ভালোবাসা কিন্তু একটুও কমেনি, বরং সময়ের সঙ্গে তা আরও বেড়েছে। সম্প্রতি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি রিলিজের পর সেকথা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে।
রানী এমন একজন নায়িকা যিনি নিজের ব্যক্তিগত জীবন বরাবর পর্দার আড়ালেই রেখেছেন। ২০১৪ সালের ২১ এপ্রিল বলিউডের নামী প্রযোজক, যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার (Aditya Chopra) সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ মানুষদের নিয়ে সাত পাকে বাঁধা পড়েছিলেন দু’জনে। যদিও সেই বিয়ের পর কম কটাক্ষ শুনতে হয়নি রানীকে।
বি টাউনের এই বাঙালি অভিনেত্রী ‘হোম ব্রেকার’ তকমাও পেয়েছিলেন। অনেকেই অভিযোগ করেছিলেন, শুধুমাত্র টাকার লোভে আদিত্যর গলায় মালা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রানীর বিরুদ্ধে উঠেছিল আদিত্য এবং তাঁর প্রথম স্ত্রী পায়েল খান্নার বিয়ে ভাঙার (Divorce) গুরুতর অভিযোগও। অবশেষে বাধ্য হয়ে এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী নিজে।
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যেত, পায়েল এবং আদিত্যর ৮ বছরের বিয়ে ভেঙেছিল রানীর জন্যই। নিন্দার আবহে অবশেষে সমস্ত সত্যিটা জানাতে বাধ্য হন ‘কুছ কুছ হোতা হ্যায়’ নায়িকা। অভিনেত্রী বলেন, ‘আদিত্য যখন থেকে আমার প্রযোজক ছিল না আমি সেই সময় থেকে ওঁকে চিনি। ওঁর সঙ্গে আমি কাজও করিনি তখন। প্রযোজকের সঙ্গে ‘ডেট’এ যাওয়ার মতো মানসিকতা আমারনেই। আর তাছাড়া আমার শেষ তিনটি ছবির প্রযোজকও কিন্তু আদিত্য নয়’।
রানী জানিয়েছিলেন, ছবি সংক্রান্ত একটি মিটিংয়েই আদিত্যর সঙ্গে প্রথম আলাপ তাঁর। রানীর প্রথম সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’এ তাঁর কাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন যশ রাজ ফিল্মসের কর্ণধার। এরপর করণ জোহর যখন ‘কুছ কুছ হোতা হ্যায়’র টিনা চরিত্রের জন্য নায়িকার খোঁজ করছিলেন তখন রানীর নাম প্রস্তাব করেছিলেন আদিত্যই। এত কিছুর পরেও নাকি প্রথম দেখায় আদিত্যকে ‘হাই’ও বলেননি বঙ্গ তনয়।
অপরদিকে ২০০১ সালে অন্দরসজ্জা শিল্পী পায়েলের সঙ্গে সাত পাক ঘোরেন আদিত্য। কিন্তু সেই বিয়ে টেকেনি। রানী জানান, তিনি এবং আদিত্য দু’জনেই যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন গড়ে ওঠে তাঁদের সম্পর্ক। এরপর আস্তে আস্তে বন্ধুত্ব প্রেমের আকার নেয়। চোপড়া পরিবারেরও ঘনিষ্ঠ হয়ে যান রানী। আসলে পায়েলের সঙ্গে ডিভোর্স হওয়ার পরেই রানীর সঙ্গে সম্পর্কে জড়ান আদিত্য। সেই জন্যই শোনা যেতে থাকে, এই বাঙালি অভিনেত্রীই তাঁদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী। তবে সেই গুঞ্জনে যে কোনও সত্যতা নেই তা জানিয়ে দেন রানী নিজেই।