• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল! অভিনয়ের কেরিয়ার থেকে দুর্নীতি নিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী

Published on:

Papiya Adhikari Tollywood Actress Unknown Facts

বাংলা সিনেমা (Bengali Cinema) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। একটা সময় সিনেমা ছাড়াও যাত্রা,রেডিও কিংবা লেখালিখি এমনই নানা ধরণের মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের মনোরঞ্জন করেছিলেন এই দাপুটে অভিনেত্রী।

এছাড়া পরবর্তীতে বেশ কয়েকটি টেলিফিল্ম ও বাংলা ধারাবাহিকের পরিচালনাও করেছিলেন পাপিয়া। তবে শুধু অভিনয় নয় বেশ কিছুদিন সক্রিয়ভাবে রাজনীতিও করেছেন অভিনেত্রী। সম্প্রতি সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে এক খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন এই  প্রবীণ অভিনেত্রী   সেখানে তিনি জানান এখন একটা বেশ অন্ধকার অবস্থার মধ্যে রয়েছেন তিনি।

বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,পাপিয়া অধিকারী,Papiya Adhikari,যাত্রা,Jatra,অজানা কথা,Unknown Facts

সেই অন্ধকার দিকটা আসলে রাজ্যের বর্তমান পরিবেশ পরিস্থিতি বলেই মন্ত্যব্য করেন পাপিয়া। এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর একাধিক বিষয়ে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একজন শিক্ষিত মানুষ তথা শিল্পী হিসেবে অভিনেত্রীর মুখে বারবার উঠে এসেছে সভ্য আচরণের কথা।

যা আজকের দুনিয়ায় একেবারে বিরল বলেই জানিয়েছেন তিনি। এছাড়া তিনি মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো বনি সেনগুপ্ত প্রসঙ্গেও। প্রসঙ্গত এদিন অভিনেত্রী জানান তাঁর দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, কালী বন্দোপাধ্যায়, তরুণ কুমার, মনু মুখোপাধ্যায় এর মতো সব দিকপাল অভিনেতাদের সাথে।

বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,পাপিয়া অধিকারী,Papiya Adhikari,যাত্রা,Jatra,অজানা কথা,Unknown Facts

এছাড়া এদিন বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের ওপর খানিকটা ক্ষোভ উগরে  দিয়েই অভিনেত্রী বলেছেন অভিনয় একটা সাধনার মত। কিন্তু এখনকার অনেক অভিনেতা অভিনেত্রীরাই দু একটা রিল ভিডিও করে কিংবা কয়েকটা স্টেজ শো করেন। এছাড়া অভিনয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও নাকি এখন শাসক দলের প্রভাব থাকে বলে জানান অভিনেত্রী।

প্রসঙ্গত একসময়ের জনপ্রিয় যাত্রাশিল্পী পাপিয়ার যাত্রা বন্ধ করে দেওয়ার পিছনে রয়েছে এক অজানা ঘটনা। সে প্রসঙ্গে দিন মুখ খুলে ছিলেন অভিনেত্রী।  তিনি জানান একবার এক মঞ্চে শিক্ষিত আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তিনি সবে মাত্র ডায়লগ বলতে শুরু করেছিলেন এমন সময় তাঁকে থামিয়ে দিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে একাংশ নাকি তাঁর মাইকের তার কেটে দিয়ে বলে উঠেছিলেন ‘অনেক হয়েছে আজকের মত যাত্রা শেষ’।

জীবনে প্রথম এমন ঘটনার সম্মুখীন হয়ে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। রাগ,ক্রোধ,অভিমান কোন কিছুই প্রকাশ করতে পারছিলেন না তিনি।  পাপিয়া জানান সেদিন কল দিয়ে জল বেরোনোর মতোই গাড়িতে বসে দুচোখ দিয়ে জল পড়েছিল তাঁর। তারপরে তিনি হাতে থাকা ৩০-৩৫টা শো বাতিল করার পাশাপাশি প্রতিজ্ঞা করেছিলেন আর কোনদিন যাত্রা করবেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥