টলিউডের (Tollywood) চর্চিত ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বিতর্ক এবং শ্রীলেখা এখন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। কখনও নিজের কাজের জন্য, কখনও আবার বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। মাঝেমধ্যে আবার অভিনেত্রীর মজার ছলে বলা নানান কথাও ঝড় তুলে দেয় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি যেমন একটি নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার (Interview) দেওয়ার সময় শ্রীলেখা নিজের দ্বিতীয় বরের ‘ক্রাইটেরিয়া’ নিয়ে মুখে খোলেন। অভিনেত্রী বলেন, দ্বিতীয় বিয়ের (Marriage) জন্য একজন হলে হবে না, বরং চারজন লাগবে! আর ব্যস, মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর এই বয়ান। সংবাদমাধ্যমের বিনোদনের পাতায় তো বটেই, সোশ্যাল মিডিয়ার চর্চার টপিকও হয়ে গিয়েছেন অভিনেত্রীর এই মন্তব্য।
আসলে সংশ্লিষ্ট সাক্ষাৎকারে টলি সুন্দরীকে জিজ্ঞেস করা হয়েছিল, কেমন ছেলে পেলে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন? জবাবে অভিনেত্রী কার্যত লম্বা লিস্ট শুনিয়ে দেন। শ্রীলেখা বলেন, ‘পয়সাওয়ালা হতে হবে। আমি আর স্ট্রাগলার চাই না। ভালো দেখতে হটে হবে। তার মানে বডি বিল্ডার গোছের নয় কিন্তু। ইন্টেলিজেন্টলি গুডলুকিং হতে হবে তাঁকে। পড়াশোনা জানা। আমার প্রাক্তন স্বামী কিন্তু এমনই ছিলেন। তাই সেই বেঞ্চমার্কটা টপকাতে হবে’।
এখানেই কিন্তু শেষ নয়। শ্রীলেখার সংযোজন, ‘সিনেমা নিয়ে তাঁকে পাগল হতে হবে এমন বলব না। কিন্তু এমন একজন মানুষ হতে হবে যার সঙ্গে সিনেমা নিয়ে আমি আলোচনা করতে পারি। সেই সঙ্গে খুব বেশি পজিসিভ হলে হবে না। কে ফোন করল, কেন করল- সব সময় এই প্রশ্ন করা যাবে না। আমি ওয়ান ম্যান উম্যান। সেই বিশ্বাসটুকু রাখতে হবে’।
দীর্ঘ লিস্ট শেষে শ্রীলেখা বলেন, ‘ওই বললাম যে অনেককিছু চাই। সেটা একজনের মধ্যে কখনও পাব না। সেই জন্য আমার চারজন লাগবে। যাই হোক, এমন কাউকে পেলেও ভালো, না পেলেও ভালো’। এর আগে বাংলাদেশের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়েও বিয়ে নিয়ে কথা বলেছিলেন টলি সুন্দরী।
শ্রীলেখা সেবার বলেছিলেন, ‘আমি বিবাহিত কাউকে বিয়ে করব না। আমি একেবারেই হোম ব্রেকার নই। সেই জন্য আমার এমন পুরুষ মানুষ পছন্দ যিনি সিঙ্গেল এবং ভরসাযোগ্য। বিয়ের পরে আমি বয়সে ছোট দু-একজনের সঙ্গে প্রেম করেছি’। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৩ আলে শিলাদিত্য সান্যালের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন শ্রীলেখা। প্রায় ১০ বছর একসঙ্গে সংসার করার পর ডিভোর্সের পথে হাঁটেন দু’জনে।