এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)। শুরু থেকেই ধর্ম আর বিজ্ঞানের মিশেলে তৈরি এই ধারাবাহিকটি দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। ধারাবাহিকের নায়ক নায়িকা ঈশান-গৌরী (Ishan-Gouri) হলেন স্বয়ং শিব-পার্বতীর মানবরূপ।
ঈশ্বরের আশীর্বাদে মাঝেমধ্যেই নানা ধরনের চমৎকার ঘটিয়ে থাকেনতাঁরা। দর্শকদের অত্যন্ত পছন্দের এই ধারাবাহিকে নায়িকা গৌরী চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)। আর তাঁর বিপরীতে নায়ক ঈশানের চরিত্র দেখা যাচ্ছে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে (Biswarup Bandyopadhyay)।
ইতিপূর্বে দর্শক তাঁকে দেখেছেন ‘দুর্গা দুৰ্গেশ্বরী’ ধারাবাহিকে। প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন তারা। অন্যদিকে গৌরী অভিনেত্রী মোহনা অভিনয় জগতে খুবই নতুন। জি বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর গত সিজন থেকেই অভিনয় জগতে প্রবেশ তাঁর ।
তাই গৌরী এলোই মোহনা অভিনিত প্রথম সিরিয়াল। আর শুরুতেই জি বাংলার মতো প্রথম সারির চ্যানেলে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন মোহনা।আর টিভির পর্দায় দেবীর অংশ গৌরী চরিত্রে মোহনার অভিনয় অল্পদিনেই দাগ কেটেছে দর্শকমহলে।
তাই মিঠাই কিংবা জগদ্ধাত্রীর মত জনপ্রিয় বাংলা সিরিয়ালের নায়িকারা যা পারেননি, এবার তাই করে দেখালেন মা ঘোমটা কালীর আশীর্বাদ ধন্য গৌরী। সম্প্রতি অর্থাৎ চলতি মাসের ১৯ তারিখ ‘টলি সিনে সম্মান ২০২৩’-এর বিচারে সেরা মুখ্য চরিত্র,মহিলা (Best Lead Character Female) পুরস্কার পেয়েছেন গৌরী অভিনেত্রী মোহনা মাইতি। প্রিয় অভিনেত্রীর এই জয়ে দারুন খুশি হয়েছেন গৌরী ভক্তরা।
মোহনার সেরা মুখ্য অভিনেত্রী হওয়ার খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী লিখেছেন ‘এটা সত্যি? আমি একটা ফেসবুক পোস্টে পেলাম। আমি খুব খুশি তুমি এই অ্যাওয়ার্ডটা ডিসার্ভ করো। মোহনা মাইতিকে অনেক শুভেচ্ছা’। তবে এদিন পর্দার গৌরীকে ট্রোল করতেও ছাড়লেন না নেটিজেনদের একাংশ।