স্টার জলসার (Star Jalsha) পর্দায় দর্শকদের পছন্দের বাংলা সিরিয়ালের (Bengali Serial) একটা তালিকা করতে বসলে প্রথমেই আসে ঋদ্ধি-খড়ির (Riddhi-Khori) ‘গাঁটছাড়া’র (Gantchora) সিরিয়ালের নাম। ধারাবাহিকের প্রধান নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়িকে (Riddhi-Khori) তো এককথায় চোখে হারান দর্শক। তাই সিরিয়ালের পোকা দর্শকদের কাছে এই জুটি ‘খড়িদ্ধি’ (Khoriddhi) নামেই পরিচিত।
একেবারে আনকোরা এই সিরিয়ালে নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়ি ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক জুটি। যাদের মধ্যে অন্যতম খড়ির ছোট বোন বনি (Boni)। যে আবার পেশায় পুলিশ অফিসার। আর বনির নায়ক হলেন সিংহরায় বাড়ির ছোট ছেলে অর্থাৎ ঋদ্ধির ভাই কুনাল (Kunal)। যাকে বনি নাম দিয়েছে শান্তি গোপাল।
শান্ত শিষ্ট মুখচোরা স্বভাবের কুনাল বনিকে খুব ভালোবাসে। নিয়মিত দর্শকরা ধারাবাহিকে অনেকদিন আগেই তাঁদের বিয়ে দেখানো হয়েছে। কিন্তু তখনও তাঁদের মধ্যে সম্পর্কের ভিত সেভাবে পাকাপোক্ত হয়নি। কিন্তু ডানপিটে স্বভাবের বনিকে শুরু থেকেই একেবারে পছন্দ করে না তাঁর ‘শাশুমা’ অর্থাৎ কুনালের মা। তাই তিনি বড়োলোক সুন্দরী পামেলার সাথে কুনালের বিয়ে ঠিক করেছেন।
কিন্তু কুনাল বনিকে ছাড়া কাওকে বিয়ে করবে না। অন্যদিকে কুনালের মাকে চ্যালেঞ্জ করে বনির মাও ওই একই দিনে বনির বিয়ের আয়োজন করেছে। পাত্র বনিরই সহকর্মী ‘বি’। কিন্তু খড়ি থাকতে তার বোন বনির অন্য কারও সাথে বিয়ে হবে তেমনটা কি করে হয়। তাই ক্লাইম্যাক্সে ড্রামার মতো বিরাট চমক দিয়ে ছদ্মবেশে এন্ট্রি নিয়েছে কুনাল।
আর ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে এতদিনে বনির শান্তিগোপাল তাঁর মায়ের সামনে নিজের ভালোবাসার কথা জানিয়ে বনিকে সবার সামনে বিয়ে করতে চাইবে। আর সে খুব কড়াভাবেই মাকে স্পষ্ট জানিয়ে দেবে নিজের ভালোবাসার মানুষ বনিকে বিয়ে করে সে নিজের স্ত্রীর পরিচয় দেবে।
কিন্তু কুনালের মা এই বিয়েতে আপত্তি জানিয়ে তাকে বলবে বনিকে বিয়ে করলে তিনি নিজের ছেলের সাথেই কোনো সম্পর্ক রাখবে না। যা শুনে বনি নিজেই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতে চাইবে। কিন্তু বনিকে নিজের করে পেতে মরিয়া কুনাল এদিন সাফ জানিয়ে দেবে যার কাছে তার ভালো থাকার কোনো মূল্য নেই তার সে বনির হাত ছাড়বে না। এই পর্বের আগাম ঝলক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।