বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন জিৎ (Jeet)। গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। এত বছর কাটিয়ে ফেলার পরেও জিতের জনপ্রিয়তাও কিন্তু একটুও আঁচ পড়েনি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টলি সুপারস্টারের যশ, খ্যাতি, সাফল্য। টলিপাড়ার এই নামী অভিনেতাকে এরপর ‘চেঙ্গিজ’এ (Chengiz) দেখা যাবে।
প্রায় বছর খানেক আগে ‘চেঙ্গিজ’এর কথা ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই সেই ছবির জন্য অপেক্ষা করছিলেন জিৎ-অনুরাগীরা। অবশেষে এক বছরের অপেক্ষা শেষে ‘চেঙ্গিজ’রূপে পর্দায় এসেছেন টলি সুপারস্টার। ঈদে রিলিজ করেছে এই সিনেমা। তবে তার আগেই একটি বিরাট নজির গড়ে ফেলেছে জিতের এই ছবি।

‘সাথী’ অভিনেতার আগামী ছবি পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। এবার এই ছবিই টলিউডের ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে একটি বিরাট নজির ফেলল। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে সেই সুখবর দিয়েছেন জিৎ নিজে।
সাধারণত টলিউডের ছবি বাংলা ভাষায় রিলিজ করার কয়েকদিন পর হিন্দিতে মুক্তি পায়। তবে ‘চেঙ্গিজ’ ব্যতিক্রম। এই প্রথম টলিউডের কোনও সিনেমা একইসঙ্গে বাংলা এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। জিৎ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রথম বাংলা ছবি হিসেবে ‘চেঙ্গিজ’ একইদিনে বাংলা এবং হিন্দি ভাষায় রিলিজ করবে’।
View this post on Instagram
‘চেঙ্গিজ’এর প্রযোজক জিৎ নিজে। অভিনেতার প্রযোজনা সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ছবির সাফল্যের বিষয়েও বেশ আশাবাদী। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে প্রযোজনা সংস্থার একজন আধিকারিক বলেন, ‘আমরা খুব খুশি। আলাদা করে হিন্দিতে ডাবিং করে ছবিটি রিলিজ করা হবে’।

২১ এপ্রিল প্রেক্ষাগৃহে রিলিজ করেছে জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’। এই ছবিতে টলি সুপারস্টারের বিপরীতে দেখা গিয়েছে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়াও রোহিত বসু রায়, শতাফ ফিগারকেও দেখা যাবে এই সিনেমায়। ‘চেঙ্গিজ’রূপে জিৎকে পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। ছবিটি দেখার পর খুশি হয়েছেন অনুরাগীরাও।














