এখনকার দিনে দর্শকরা সিনেমার থেকে বেশি ওয়েব সিরিজ (Web series) দেখেন। লকডাউনের সময় থেকেই দেশে জনপ্রিয়তা বেড়েছে নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলির। এখানে সম্প্রচারকারী ওয়েব সিরিজগুলি আস্তে আস্তে হয়ে উঠেছে দর্শকদের ভীষণ প্রিয়। সম্প্রতি যেমন নেটফ্লিক্স একগুচ্ছ জনপ্রিয় ওয়েব সিরিজের নতুন সিজনের কথা ঘোষণা করেছে। আজকের প্রতিবেদনে নেটফ্লিক্সে আসন্ন এমনই ৫টি ওয়েব সিরিজের নাম তুলে ধরা হল।
দিল্লি ক্রাইম ৩ (Delhi Crime 3)- শেফালি শাহ, রাজেশ তাইলাং, রসিকা দুগ্গল অভিনীত এই সিরিজটির এখনও পর্যন্ত দু’টি সিজন রিলিজ করেছে। দু’টি সিজনই দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। এবার এই সিরিজটিরই তৃতীয় সিজন আসতে চলেছে। সম্প্রতি নেটফ্লিক্সের তরফ থেকে এই সুখবর দেওয়া হয়েছে।
ফ্যাবিউলাস লাইফস অফ বলিউড ওয়াইভস (Fabulous Lives of Bollywood Wives)- বলিউড তারকাদের বৌ মানেই তাঁদের জীবন হবে একেবারে ঝাঁ চকচকে, সিনেমার মতো সুন্দর। নেটফ্লিক্সের এই সিরিজের কাহিনী বলিউডের ৫ তারকাপত্নীর আশেপাশে আবর্তিত হয়। করণ জোহরের ডিজিটাল লেবেল ধর্মাটিক এন্টারটেইনমেন্টের এই সিরিজের নতুন সিজন শীঘ্রই রিলিজ করবে নেটফ্লিক্সের পর্দায়।
কোটা ফ্যাক্টারি (Kota Factory)- দীর্ঘ অপেক্ষা শেষে শীঘ্রই নেটফ্লিক্সের পর্দায় রিলিজ করতে চলেছে ‘কোটা ফ্যাক্টারি’। কোটায় আইআইটি প্রশিক্ষণের কাহিনী দর্শিত হয়েছে এই সিরিজে। জীতেন্দ্র কুমার, ময়ূর মোরে, এহসাস চান্না, রঞ্জন রাজ, আলম খানের মতো একাধিক প্রতিভাবান শিল্পী অভিনয় করেছে এই সিরিজে। ‘কোটা ফ্যাক্টারি’র প্রথম সিজন ইউটিউবে রিলিজ করেছিল। দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল এই সিরিজ। এবার সেই সুপারহিট সিরিজেরই দ্বিতীয় সিজন আসছে নেটফ্লিক্সে।
মিসম্যাচড (Mismatched)- ফের একবার ঋষি এবং ডিম্পলের দুষ্টুমিষ্টি প্রেমকাহিনীর সাক্ষী থাকবেন দর্শকরা। সম্প্রতি রোহিত সরাফ এবং প্রাজক্তা কোলি অভিনীত এই জনপ্রিয় সিরিজের নতুন সিজনের কথা ঘোষণা করেছে নেটফ্লিক্স।
শি (She)- বলিউডের অন্যতম সেরা পরিচালক হলেন ইমতিয়াজ আলি। বহু সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সেই ইমতিয়াজই পরিচালনা করেছেন ‘শি’ সিরিজটি।
নেটফ্লিক্সের এই সিরিজে মুম্বইয়ের একজন আন্ডারকভার পুলিশ কনস্টেবলের কাহিনী দেখানো হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘আশ্রম’ সিরিজ খ্যাত অদিতি পোহানকার।