স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম হল এক্কা দোক্কা (Ekka Dokka)। লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়ালটি নিয়ে শুরু থেকেই দর্শকদের কৌতূহলের অন্ত নেই। এই ধারাবাহিকের নায়ক- নায়িকা রাধিকা-পোখরাজের (Radhika-Pokhraj) জুটি বরাবরই ভীষণ পছন্দ করেন দর্শক।
তাই অন্যান্য প্রিয় জুটির মতো এই জুটিকেও ভালোবেসে তারা নাম দিয়েছেন ‘রাধিরাজ’। তবে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন একে অপরকে ভালোবেসেও ভাগ্য চক্রে আলাদা হয়ে গিয়েছে রাধিকা পোখরাজ। ইতিমধ্যেই ডিভোর্সও হয়ে গিয়েছে তাদের।
আর তারপরেই ধারাবাহিকে এন্ট্রি হয়েছে নতুন চরিত্র ডক্টর অনির্বাণ গুহর (Anirban Guha)। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন ‘মোহর’ (Mohor) খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। তাঁর আগমনের পর থেকেই কার্যত দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন এই সিরিয়ালের দর্শকরা।
‘মোহর’ শেষ হওয়ার পর প্রতীক সোনামণি’র জুটিকে নতুন রূপে ফিরে পেয়ে একদিকে যেমন খুশি হয়েছেন ‘সোনাতিক’ ভক্তরা। অন্যদিকে সকলের প্রিয় ‘রাধিরাজ’ জুটি ভেঙে যাওয়ায় মন খারাপ হয়েছিল দর্শকদের একটা বড় অংশের। বিশেষ করে ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে নেমেছিলেন পোখরাজ ভক্তরা।
কিন্তু মাঝে দেখা গিয়েছিল ডক্টর অনির্বান গুহ নিজে দায়িত্ব নিয়েছিলেন পোখরাজ রাধিকার মিল করানোর। তাতেই বেশ খুশি ছিলেন ‘রাধিরাজ’ ভক্তরা। কিন্তু এসবের মধ্যেই দর্শকদের নতুন চমক দিতে সিরিয়ালে আরও এক নতুন চরিত্র রঞ্জাকে এনেছেন লেখিকা। ধারাবাহিকে এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে (Swapnaneel Chakraborty)।
চমকের শেষ নেই এখানেই সিরিয়ালে এন্ট্রি নেওয়ার কয়েকদিনের মধ্যেই এবার দেখা যাচ্ছে পোখরাজের সাথে বিয়ের পিঁড়িতেও বসে পড়েছে রঞ্ঝা। অন্যদিকে কিডন্যাপ হয়ে যাওয়া পোখরাজকে খুঁজে বার করতে মরিয়া হয়ে উঠেছে রাধিকা।উল্লেখ্য প্রোমো দেখে বোঝাই যাচ্ছে গুন্ডারা জোর করেই রাঞ্জার সাথে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করেছে পোখরাজকে। আর ঠিক সিঁদুর দানের আগেই সেখানে এসে পোখরাজকে বাধা দিচ্ছে রাধিকা।
এসব দেখে লেখিকা কে একহাত নিয়ে এক অনুরাগী চাঁচাছোলা ভাষায় লিখেছেন ‘বর্তমানে এক্কাদোক্কাই লীনার একটামাত্র সিরিয়াল ছিল যেটাতে রাধিরাজ জুটির মধ্যে ২০০+ এপি পর্যন্ত কোনো থার্ড পার্সন ছিল না। যেটা অনেক অবাক এবং ভালো লাগার বিষয় ছিল। বাট এটার রাইটার যে পরকিয়াস্পেশালিস্ট!যেই সিরিয়ালে থার্ড পারসন ছিল না সেই সিরিয়ালকে লিনা এখন তোক্কাচোক্কা বানানোর চেষ্টায় আছে , গুড্ডি দুই সপ্তাহে ঘেঁটে ঘ হয়েছিল – এইবার এক্কাদোক্কার পালা ! রাধিকার আইলো অনির্বাণ ,পোখরাজ এর আসতেছে রঞ্ঝা’।