• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উঠতে বসতে তিন্নিকে নিয়ে খোঁটা পর্ণার! ‘বেচারা’ সৃজনের অবস্থা দেখে হাসি চাপা দায় দর্শকদের

Updated on:

Neem Phuler Modhu Parna taunts Srijan with the name of Tinni

সাম্প্রতিক অতীতে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। বাস্তবভিত্তিক কাহিনী দেখিয়ে আদায় করে নিয়েছে দর্শকদের প্রশংসা। মাত্র কয়েকমাসের মধ্যেই দর্শকদের ঘরের সদস্য হয়ে উঠেছেন সৃজন (Srijan), পর্ণা (Parna), ‘বাবুউউর মা’ তথা কৃষ্ণারা।

‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, সৃজন এবং পর্ণা একেবারে ভিন্ন মেরুর মানুষ। সৃজন যতখানি সেকেলে মানসিকতার, পর্ণা ততখানিই আধুনিক মনোভাবাপন্ন। কিন্তু তা সত্ত্বেও বিয়ের পর দত্ত বাড়িতে এসে সৃজন সহ সকলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পর্ণা। কিন্তু ‘বাবুউউর মা’ অর্থাৎ পর্ণার শাশুড়ি কিছুতেই মেনে নিতে পারছে না তাঁকে। কৃষ্ণার ভয়, আধুনিকা ছেলের বৌ-ই একদিন তাঁকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছাড়বে।

Neem Phooler Madhu Srijan Parna Babur Maa

এই ভয় থেকেই এখন সৃজন-পর্ণার বিয়ে ভাঙার জন্য উঠেপড়ে লেগেছে সে। এমনকি পর্ণা যখন অফিসের কাজের জন্য বাইরে গিয়েছিল তখন ছলচাতুরি করে বাড়ির বড় বৌ মৌমিতার বোন তিন্নির (Tinni) সঙ্গে সৃজনের বিয়ে দেওয়ারও চেষ্টা করেন তিনি। পর্ণা এবং তাঁর কলেজের সিনিয়রের বিয়ের একটি মিথ্যে ছবি দেখিয়ে সৃজনকে এই বিয়ের জন্য রাজি করিয়েছিলেন তিনি।

যদিও তিন্নিকে ছেলের বৌ বানানোর সেই মনোবাসনা পূর্ণ হয়নি কৃষ্ণার। শেষ মুহূর্তে পর্ণা এসে সমস্ত প্ল্যান ভেস্তে দেয়। তবে এই ঘটনার পর সৃজনের ওপর প্রচণ্ড রেগে যায় সে। কারণ সে একটি মিথ্যে ছবি দেখে শুধুমাত্র যে বৌকে সন্দেহ করেছিল তাই নয়, দ্বিতীয়বার বিয়েও করতে গিয়েছিল। সৃজনও এখন নিজের ভুল বুঝতে পেরেছে।

Neem Phuler Modhu, Srijan, Neem Phuler Modhu Srijan

আর এরপর থেকেই নানানভাবে বৌয়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে সে। ‘নিম ফুলের মধু’র আগামী পর্বে যেমন দেখা যাবে, সৃজন একটি পারফিউম কিনে এনে বৌয়ের গায়ে দিতে যাবে। কিন্তু তখনই রেগেমেগে পর্ণা বলবে, যার জন্য কিনে এনেছ তাঁকে দাও। সে তো এই বাড়িতেই থাকে। এমনকি বরকে ‘তোমার তিন্নি’ বলে খোঁটাও দেয় সে।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)


আর এই দৃশ্য দেখেই হেসে খুন দর্শকরা। মায়ের আঁচল ধরে সারা জীবন চলা সৃজনকে পর্ণা যেভাবে ‘টাইট’ দিচ্ছে তা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁরা। পাশাপাশি দর্শকরা এও বলছেন, বাকি সিরিয়ালের নায়িকাদের মতো কেঁদে না ভাসিয়ে পর্ণা যেভাবে লড়াই করে তা সত্যিই দারুণ। ধারাবাহিকের লেখিকাকে তাঁদের অনুরোধ, শেষ দিন পর্যন্ত যেন পর্ণাকে এতটাই আত্মসম্মানী দেখানো হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥