• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাবাং শুধু পর্দায় বাস্তবে পাচ্ছেন মৃত্যুভয়! হুমকি পেয়ে নিজেকে গৃহবন্ধ করলেন সলমন খান

Published on:

Salman Khan again gets death threats from Lawrence Bishnoi via email

বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানকে (Salman Khan) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কখনও নিজের কাজের সৌজন্যে কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সম্প্রতি যেমন বি টাউনের এই নামী অভিনেতাই মৃত্যুর হুমকি (Death threat) পেয়েছেন। ভাইজানকে খুনের হুমকি দিয়েছেন গায়ক সিধু মুসেওয়ালার হত্যার অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই (Lawrence Bishnoi)।

যদিও এই প্রথম নয়, কয়েকমাস আগেও সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন লরেন্স এবং তাঁর গ্যাং। মর্নিং ওয়াকে বেরিয়ে একটি হুমকির চিঠি পেয়েছিলেন অভিনেতা। বলিউড সুপারস্টারের সুরক্ষার কথা ভেবে সঙ্গে সঙ্গে বাড়িতে দেওয়া হয়েছিল তাঁর নিরাপত্তা। শোনা গিয়েছিল, ভাইজান নাকি নিজের গাড়িও বুলেটপ্রুফ করিয়ে নিয়েছিলেন তখন।

Salman Khan and Lawrence Bishnoi, Salman Khan death threat

সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকমাস। সকলেই ভেবেছিলেন এবার হয়তো পরিস্থিতি ঠাণ্ডা হয়ে গিয়েছে। কিন্তু সম্প্রতি তিহার জেলে বসে এবিপি নিউজে সাক্ষাৎকার দেওয়ার সময় ফের সলমনকে খুনের হুমকি দেন লরেন্স। কুখ্যাত গ্যাংস্টার বলেন, ভাইজানকে খুন করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। লরেন্সের বক্তব্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। নাহলে পরিণতি ভালো হবে না।

জানা গিয়েছে, শনিবার সলমন খানের একজন টিমমেম্বার ইমেলে খুনের হুমকি পেয়েছেন। এরপরই অভিনেতার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বান্দ্রা পুলিশ স্টেশনে মামলাও দায়ের করা হয়েছে। শোনা গিয়েছে, রোহিত গর্গ নামের এক ব্যক্তি এই হুমকি ইমেল পাঠিয়েছেন।

Salman Khan death threat, Salman Khan, Salman Khan sad

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুনের হুমকি আসার পর সলমনের পরিবার দুশ্চিন্তায় ভুগছে। আগামী কিছুটা সময় অভিনেতাকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। সেই সঙ্গেই ভিড়ে ঠাসা কোনও অনুষ্ঠানে যেতেও নিষেধ করা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সলমন এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ নিয়ে ব্যস্ত আছেন। চলতি বছর ঈদে মুক্তি পাবে সেই ছবি। আগামী মাসেই রিলিজ করবে এই সিনেমা। আপাতত সেই ছবির প্রচারের কাজ নিয়েই ব্যস্ত আছেন অভিনেতা। কিন্তু তার মধ্যেই এই খুনের হুমকি আসায় প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছে সলমনের পরিবার এবং অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥