গত বছরের একেবারে শেষ লগ্নে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এক্কেবারে আনকোরা সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের হাত ধরেই বাংলার দর্শক পেয়েছেন সবচেয়ে কম বয়সী শাশুড়ি ঝিলমিলকে (Jhilmil)। মাত্র ৩ মাসই এই সিরিয়ালের নায়িকা ঝিলমিল হয়ে উঠেছেনদর্শকদের একেবারে ঘরের মেয়ে।
এই সিরিয়ালের হাত ধরেই টানা দেড় বছরের বিরতি কাটিয়ে জি বাংলারই মেগা সিরিয়ালে ফিরে এসেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। নতুন এই সিরিয়ালে নিজের কথার জাদুতেই সবার মন জয় করে নেয় পর্দার ঝিলমিল।
ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক আবিরের (Abir) চরিত্রে অভিনয় করছেন ‘জড়োয়ার ঝুমকো’ খ্যাত অভিনেতা শুভঙ্কর সাহা (Subhankar Saha)। সিরিয়ালে তার নাম হয়েছে আবির। টিভির পর্দায় ঝিলমিলের জীবনের মূল মন্ত্রই হলো নিয়ম ভাঙা। অন্যদিকে নায়ক আবির প্রচন্ড নিয়ম মেনে চলে। প্রথমদিকে কিছুদিন সারাক্ষণ মুখ গোমড়া করেই থাকতে দেখা যেত তাঁকে।
যদিও এখন ঝিলমিলের পাল্লায় পড়ে বেশ অনেকটাই বদল এসেছে আবিরের মধ্যে। সবমিলিয়ে এখন এই সিরিয়ালেও চলছে বেশ জমজমাট পর্ব। এরইমধ্যে সম্প্রতি টেলিপাড়ায় জোর গুঞ্জন শোনা গিয়েছিল নতুন সিরিয়াল আসায় বন্ধ হয়ে যাবে খোলা হাওয়া। তারপর শোনা যায় নতুন সিরিয়ালের ধাক্কায় বদলে যাবে সিরিয়ালের সময়।
লাগাতার টিআরপিতে ধাক্কা খাওয়ায় রাত নটার প্রাইম টাইমে থাকা এই সিরিয়ালকে একেবারে সোজা দুপুর তিনটের স্লটে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটা খবর। তা হল খোলা হাওয়া সিরিয়ালের নায়িকা ঝিলমিল অভিনেত্রী স্বস্তিকা দত্তের চ্যানেলকে দেওয়া এক হুঁশিয়ারি।
অভিনেত্রী নাকি বলেছেন তাঁর এই সিরিয়াল যদি দুপুর তিনটের সময় সম্প্রচারিত হয় তাহলে তিনি নাকি NOC দিয়ে সিরিয়াল ছেড়ে দেবেন। অন্যদিকে ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৭ মার্চ থেকে তোমার খোলা হাওয়া সম্প্রচারিত হবে দুপুর ৩ টে থেকে। অন্যদিকে ওই একই দিনেই আড়াইটে থেকে সম্প্রচারিত হবে ‘ঘরে ঘরে জি বাংলা’। তবে এখন দেখার সময় বদলে যাওয়ার পর স্বস্তিকা সত্যিই সিরিয়াল ছেড়ে দেন নাকি অভিনয় চালিয়ে যাবেন।