• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছুটে এসে পাপী মহাজনের বুকে লাথি গৌরীর! ভাইরাল দুর্গা সাজে অসুর বধের ভিডিও

Published on:

Gouri Devi Durga Elo Viral Video

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের মধ্যে বাড়তে থাকা ধর্মীয় বিষয়কেন্দ্রিক সিরিয়ালের চাহিদার কথা ভেবেই জি বাংলার  (Zee Bangla) পর্দায় শুরু হয়েছিল জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক নায়িকা ঈশান-গৌরী (Ishan-Gouri) হলেন  হর পার্বতীর মানব রূপ।

তাঁদের দুজনের হাত ধরেই ধর্ম আর বিজ্ঞানের মিশলে তৈরি এই ধারাবাহিকে মাঝে মধ্যেই দেখা যায় নানা ধরনের অলৌকিক সব কান্ড কারখানা। বিশেষ করে ঘোষাল বাড়ির মা ঘোমটা কালী তিনি মাঝে মধ্যেই চমৎকার ঘটান এই সিরিয়ালে। যার মূল কান্ডারি মানবরূপী পার্বতীর অংশ গৌরী। তাই এই গৌরীর হাত ধরে মাঝেমধ্যেই নানান ধরনের অলৌকিক সব কান্ডকারখানা ঘটে সিরিয়ালে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,জী বাংলা,Zee Bangla,গৌরী,Gouri,ইশান,Ishaan,অসুর বধ,Kill Asurভাইরাল ভিডিও,Viral Video

এখন দেখা যাচ্ছে ডাক্তারবাবু ঈশান নিজেও স্বয়ং দেবাধিদেব মহাদেবের ভক্ত। সেও অজান্তেই এমন এমন কান্ড ঘটিয়ে বসছে যার পিছনে সত্যিই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তার মধ্যে যেমন রয়েছে আগুনের ওপর পা দিয়ে আসা কিংবা নিজের কপাল গৌরির কপালে ঠেকিয়ে গৌরিকে প্রাণে বাঁচানো সহ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার মতো নানান অলৌকিক ঘটনা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,জী বাংলা,Zee Bangla,গৌরী,Gouri,ইশান,Ishaan,অসুর বধ,Kill Asurভাইরাল ভিডিও,Viral Video

তবে দিনের শেষে সব সিরিয়ালই ব্যবসা। তাই বেশি টি আর পির লোভে মাঝে মধ্যেই আজগুবি সব ঘটনা দেখানো হয় এই সিরিয়ালে। তাই ইতিমধ্যেই বহুবার ধর্ম নিয়ে ছেলে খেলা করার অভিযোগ উঠেছে এই সিরিয়ালের নির্মাতাদের বিরুদ্ধে। এমনকি দর্শকদের অনেকেই এই সিরিয়াল বয়কট করারও দাবি তুলেছেন বহুবার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,জী বাংলা,Zee Bangla,গৌরী,Gouri,ইশান,Ishaan,অসুর বধ,Kill Asurভাইরাল ভিডিও,Viral Video

ইতিমধ্যে বহুবার গৌরীর মধ্যে থাকা দেবী রূপের দর্শন পেয়েছেন দর্শক। বর্তমানে সিরিয়ালের প্লট অনুযায়ী  দেখা যাচ্ছে একে অপরের থেকে দূরে রয়েছে ইশান গৌরী। একদিকেগ্রামের মহাজনের চক্রান্তে একটা বাজে জায়গায় ফেঁসে গিয়েছে গৌরী আর ঈশান গৌরীকে না পেয়ে বাড়ি থেকেই বেরিয়ে রাস্তাঘাটে অনাহারে দিন কাটাচ্ছে।


এরইমধ্যে সিরিয়ালের একটি ছোট ভিডিওতে দেখা যাচ্ছে বরবেশে থাকা মহাজনকে উচিত শিক্ষা দিতে দেবী রূপ ধারণ করেছে গৌরী। দুর্গা সেজে পালার অভিনয় করার ফাঁকে নকল অসুরদের সাথে যুদ্ধ যুদ্ধ করতে করতেই দেখা যায় চেয়ারে বসে থাকা মহাজনকে এক ধাক্কায় ধরাশায়ী করে তার বুকে ত্রিশূল বিধিয়ে দেয় গৌরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥