• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মহালায়িকা ফাটায়ে দিসে’, গানের গুষ্টি উদ্ধার করতেই নুসরতকে নিয়ে ট্রোলের বন্যা নেটপাড়ায়!

Published on:

Nusrat Jahan Singing Video gone viral netigens pass negative comments

বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) এক চর্চিত ব্যক্তিত্ব হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁকে নিয়ে সবসময় আলোচনা চলতেই থাকে। কখনও নিজের কাজের সৌজন্যে, কখনও আবার ব্যক্তিগত জীবনের কারণে গসিপের টপিক হয়ে ওঠেন তিনি। সম্প্রতি যেমন নুসরতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) হয়েছে। আর ব্যস, এরপর থেকেই শুরু হয়েছে জম্পেশ ট্রোলিং (Troll)।

কোনও মানুষই সব বিষয়ে পারফেক্ট হয় না। কেউ ভালো নাচ করেন, কেউ ভালো গান করেন, কেউ আবার অভিনয়ের মাধ্যমে জয় করে নেন সকলের মন। কিন্তু তা সত্ত্বেও বিনোদন দুনিয়ায় একটি নায়ক-নায়িকাদের ক্ষেত্রে একটি অলিখিত নিয়ম রয়েছে। অভিনয় শুধু নয়, তাঁদের নাচ, গানের পারফেক্ট হতে হবে। আর তা না হলেই জুটবে কটাক্ষ।

Nusrat Jahan, Nusrat Jahan trolled

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নুসরতের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মঞ্চে উঠে গান (Song) গাইছেন তিনি। ভিডিওটি যদিও এখনকার নয়, বরং বছর দুয়েক পুরনো। কিন্তু তাতে কী! সেই ভিডিওর জন্য এখন ট্রোলারদের নিশানায় চলে এসেছেন অভিনেত্রী।

নুসরতের পরনে ছিল জিন্স, টি শার্ট এবং ডিজাইনার ডেনিম জ্যাকেট। ভিডিওয় দেখা যাচ্ছে, মঞ্চের ওপর নেচে নেচে হিন্দি গান গাইছেন টলি ডিভা। তাঁর কণ্ঠে ‘ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা’ এবং ‘তুমসে মিলে দিল মে উঠা দর্দ করারা’ গান দু’টি শোনা যায়। আর তা শুনেই হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় হয়েছে নেটিজেনদের।

Nusrat Jahan, Nusrat Jahan trolled for singing, Nusrat Jahan singing

একজন নেটাগরিক যেমন নুসরতের ভিডিওয় কমেন্ট করেছেন, ‘মহালায়িকা ফাটায়ে দিসে!’ আর একজন আবার লিখেছেন, ‘গানটার মা মাসি সব এক করে দিল’। কেউ কেউ অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন, ‘এখান থেকেই বোঝা যায়, সব মানুষ সব কিছুতে পারদর্শী হয় না। গানটা আপনার জন্য নয়। আপনি বরং অভিনয়টাই মন দিয়ে করুন’।

নুসরত অবশ্য প্রথম নন, এর আগেও বিনোদন ইন্ডাস্ট্রির বহু অভিনেতা-অভিনেত্রী গান গেয়ে ট্রোল হয়েছেন। দিতিপ্রিয়া রায় থেকে লোকেশ ঘোষ- লিস্টে নাম রয়েছে বহু জনপ্রিয় তারকার। আসলে অনেক স্টেজ শোয়ে শিল্পীদের গান গাওয়ার অনুরোধ করা হয়। পারদর্শী না হলেও তখন দর্শকদের আবদার রাখার জন্য দু’কলি গান গেয়ে শোনাতে হয় তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥