• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ভুলভাল ছবি পাঠানো হচ্ছে অস্কারে’, বিস্ফোরক মন্তব্য অস্কারজয়ী এ আর রহমানের

Published on:

AR Rahman believes India sends wrong movies for the Oscars

ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন এ আর রহমান (A R Rahman)। তিনি ভারতের শুধু নন, বিশ্বসঙ্গীতের গর্ব। নিজের গায়কীর মাধ্যমে এদেশের তো বটেই, বিশ্বের আরও নানান দেশের শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তিনি, আদায় করেছেন ভালোবাসা। নিজের দুর্দান্ত কাজের সৌজন্যে জোড়া অস্কারও (Oscar) জিতেছেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী।

ভারত এমন একটি দেশ যেখানে হাতে গোনা কয়েকজন শিল্পীই অস্কার জিতেছেন। আর সেই হাতেগোনা শিল্পীদের মধ্যে একজন হলেন এ আর রহমান। ২০০৯ সালে ৮৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জোড়া অস্কার জিতে ভারতকে গর্বিত করেছিলেন তিনি। ব্লকবাস্টার হলিউড ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার’এর জন্য ‘বেস্ট অরিজিনাল স্কোর’ এবং ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার জিতেছিলেন তিনি।

A R Rahman, A R Rahman with Oscar

সম্প্রতি চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (Academy Awards 2023) ফের একবার জোড়া অস্কার জিতেছে ভারত। ‘আরআরআর’এর ‘নাটু নাটু’ গানটি ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে জয়ী হয়েছে এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’ ছবিটি ‘বেস্ট ডকুমেন্টারি শর্ট’ বিভাগে বাজিমাত করেছে। এই দুই বিভাগে জয়ী হলেও সেরা ছবি, সেরা অভিনেতা থেকে শুরু করে বাকি কোনও বিভাগেই জয়ের মুখ দেখেই ভারত। এর কারণ কী? এক সাক্ষাৎকারে কারণ ফাঁস করেন জোড়া অস্কার বিজেতা এ আর রহমান নিজে।

মাস দুয়েক আগে বিখ্যাত সঙ্গীতশিল্পী এ সুব্রহ্মনিয়মের সঙ্গে একটি আলাপচারিতায় বসেছিলেন এ আর রহমান। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন তিনি। ভারতের অস্কার জিততে না পারার কারণ হিসেবে কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাফ জানান, ভারত ভুল ছবি অস্কারের জন্য মনোনীত করে।

A R Rahman, A R Rahman speaking

এআর রহমানের কথায়, ‘আমি দেখি আমাদের সিনেমা অস্কার পর্যন্ত পৌঁছয়। কিন্তু জিততে পারে না। অস্কারের জন্য ভুল সিনেমা পাঠানো হয়। আর আমি মনে মনে বলি এমন করো না। আমাদের অন্য মানুষের জায়গায় থেকে দেখতে হবে। এখানে কী হচ্ছে তা বোঝার জন্য আমায় পশ্চিমী দিক থেকে দেখতে হবে। আবার ওখানে কী হচ্ছে তা দেখার জন্য নিজের স্থানেই থাকতে হবে’।

প্রসঙ্গত উল্লেখ্য, এ আর রহমানের এই সাক্ষাৎকারটি চলতি বছরের অস্কার অনুষ্ঠান আয়োজিত হওয়ার আগে শ্যুট করা হয়েছিল। গত ৬ জানুয়ারি এই সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সাক্ষাৎকারের শেষে এল সুব্রহ্মনিয়ম এ আর রহমানকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥