টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেতাদের (Actor) মধ্যে একজন হলেন আবীর চ্যাটার্জি (Abir Chatterjee)। তিনি যে কত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। সুদর্শন এই নায়ককে কখনও দেখা গিয়েছে সত্যান্বেষী ব্যোমকেশের চরিত্রে, কখনও আবার হাজির হয়েছেন ফেলুদা হিসেবে। তিনি যে কত বঙ্গ ললনার ক্রাশ তা সত্যিই হিসেব করা মুশকিল।
এবার টলিউডের এই নামী অভিনেতাকে নিয়েই একটি বিরাট খবর সামনে এসেছে। যা শোনার পর একেবারে চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা। শোনা যাচ্ছে, দ্বিতীয়বার সাত পাক (Wedding) ঘুরছেন আবীর। শুধু তাই নয়, তাঁর হবু স্ত্রী টলিপাড়ার পরিচিত মুখ। এমনকি অভিনেতা প্রথম স্ত্রী তাঁর দ্বিতীয় স্ত্রীকে চেনেন। ইতিমধ্যেই টলিউডের সকলে আবীরের দ্বিতীয় বিয়ের বিষয়ে জেনেও গিয়েছেন।
জানা গিয়েছে, আবীরের দ্বিতীয় বিয়ের সমস্ত দায়িত্ব টলিউডের নামী পরিচালক অর্জুন দত্ত নিজের কাঁধে তুলে নিয়েছেন। যদিও অভিনেতার দ্বিতীয় বিয়ের বিষয়ে জিজ্ঞেস করা হলে পরিচালক মুখ খুলতে চাননি। তবে ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে আবীরের দ্বিতীয় স্ত্রীয়ের পরিচয়।
জানা যাচ্ছে, টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanushree Chakraborty) গলায় মালা দিতে চলেছেন আবীর। তবে চিন্তার কিছু নেই। রিল নয়, বরং রিয়েল লাইফে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা। অর্জুন দত্তের আগামী সিনেমা ‘ডিপ ফ্রিজ’এ (Deep Fridge) আবীরের প্রাক্তন স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে। সিনেমায় আবীরের এক ছেলেও থাকবে বলে খবর পাওয়া গিয়েছে।
জানা যাচ্ছে, সম্পর্কের জটিলতার গল্প বলবে অর্জুনের ছবি। অনেক সময়ই দেখা যায়, দু’জনের মানুষের সম্পর্ক ডিপ ফ্রিজের ঠাণ্ডা বরফের মতো জমে যায়। সেই কারণে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ‘ডিপ ফ্রিজ’এ এমনই একটি হিমশীতল, বরফের মতো জমাট বাঁধা সম্পর্কের কাহিনী ফুটিয়ে তুলবেন অর্জুন।
ছবিতে দেখা যাবে, আবীর এবং তনুশ্রীর সম্পর্ক ডিপ ফ্রিজের বরফের মতো জমাট বেঁধে গিয়েছে। কিন্তু কীভাবে তাঁদের সম্পর্ক এমন হল তা জানতে হলে দেখতে হবে অর্জুনের ছবি। জানা গিয়েছে, চলতি বছর পয়লা বৈশাখের আগেই শুরু হয়ে যাবে ‘ডিপ ফ্রিজ’এর শ্যুটিং।