জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল সোহাগ জলের (Sohag Jol) খলনায়িকা বেণী বৌদির (Beni Boudi) পরকীয়া রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে ইদানিং এই সিরিয়ালের নায়ক-নায়িকা জুঁই-শুভ্র (Jui Subhra) কেও ছাপিয়ে যাচ্ছেন এই বেণী বৌদি (Beni Boudi) অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী (Sudipta Banerjee)।
শুরু থেকেই বিবাহিত শুভ্র ঠাকুরপোর প্রতি এই বেণী বৌদির দুর্বলতার কথা অজানা নয় দর্শকদের কাছে। যদিও আজ অবধি শুভ্র তাঁকে অন্য চোখে দেখেনি কোনোদিন। অন্যদিকে শুভ্রর আর এক দাদা সাম্যের সাথেও সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়েছে বেণী।
কিন্তু সেও বেণীসহ তাঁর সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করায় এক ঢিলে দুই পাখি মারতে সব দোষ শুভ্রর ঘাড়ে চাপিয়ে নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে বিয়ের নাটক করতে শুরু করে বেণী। মধ্যবিত্ত বাঙালি পরিবারে এমন নোংরামি দেখে চটে লাল দর্শকদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে কেউ কেউ এই সিরিয়ালের নাম বদলে ‘পরকীয়ার জল’ রাখার দাবি জানিয়েছেন।
আবার কেউ এই সিরিয়াল বয়কটের ডাক দিয়েছেন। এরইমধ্যে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নতুন সিরিয়াল ‘মুকুট’কে জায়গা দিতে একদিকে ‘খোলা হাওয়া’ সিরিয়াল রাত সাড়ে ৯টার বদলে আসবে ৯ টার স্লটে। আর ওই সময় সম্প্রচারিত সোহাগ জল এবার শেষের মুখে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই ২৫ মার্চ এই সিরিয়াল শেষ বারের মতো দেখা যাবে টিভির পর্দায়।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিচিত কোনো খবর মেলেনি। প্রসঙ্গত শুরু হওয়ার পর থেকে প্রতিপক্ষ চ্যানেলের ‘এক্কা দোক্কা’ সিরিয়ালের কাছে লাগাতার স্লট হারিয়ে টিআরপিতে একেবারে কোণ ঠাসা হয়ে পড়েছিল জুঁই শুভ্রর সোহাগ জল।
তবে আজই প্রকাশ্যে আসা টি আর পি তালিকাতে স্পষ্ট ব্যবধানে ৬.০ স্কোর করে একেবারে ছক্কা হাঁকিয়ে লীনা গাঙ্গুলির (Leena Ganguly) এক্কা দোক্কাকে হারিয়েছে এই সিরিয়াল। দর্শকরা যার সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছেন এই সিরিয়ালের খলনায়িকা বেণী বৌদিকে। সেকথা জানিয়েই সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী লিখেছেন ‘টিআরপি ব্রেকিং। বেণী বৌদির জল(৬.০) স্লট লিডার। বিশ্ব বিখ্যাত মেডিকেল সিরিয়াল (৫.৪)। জ্বালিয়ে দিল বেণী বৌদি।