মা হওয়া যে কোনও মেয়ের কাছে অত্যন্ত সুন্দর একটি অনুভূতি। মা-মাসিরা প্রায়ই বলে থাকেন, মা হওয়ার সঙ্গেই পূর্ণ হয় একজন মেয়ের জীবন। বলিউডের (Bollywood) নামী নায়িকারাও (Actress) ব্যতিক্রম নন। আলয়া ভাট থেকে শুরু করে সোনম কাপুর- সাম্প্রতিক অতীতে মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন বলিউডের একাধিক নায়িকা। আজকের প্রতিবেদনে সন্তানদের (Kids) সঙ্গে বি টাউনের এমনই ৫ নায়িকার মিষ্টি মুহূর্তের ছবি তুলে ধরা হল।
সোনম কাপুর (Sonam Kapoor)- গত বছর আগস্ট মাসে মা হয়েছেন অনিল কাপুরের কন্যা। বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবং স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে জন্ম নিয়েছে ছেলে বায়ু। মা হওয়ার পর থেকে ছেলেকে ঘিরেই সারাটা দিন কেটে যাচ্ছে সোনমের। ছেলের ছ’মাসের জন্মদিনে নায়িকার উপলব্ধি, ‘পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হল মাতৃত্ব’।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের ‘দেশি গার্ল’ এখন প্রবাসিনী হয়ে গিয়েছেন। স্বামী নিক জোনাস এবং কন্যা মালতী মেরি জোনাসকে নিয়ে বিদেশেই থাকেন অভিনেত্রী। বছর খানেক আগে মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন প্রিয়াঙ্কাও। সারোগেসির মাধ্যমে কন্যার জন্ম দিয়েছিলেন তিনি। এরপর ক্যামেরার থেকে মেয়েকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মালতীর মুখ। নেটিজেনদের মতে, একেবারে বাবা নিকের মতো দেখতে হয়েছে তাঁকে।
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)- বলিউডের নামী অভিনেত্রী করিনা কাপুর খান মা হয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। মা হওয়ার পর থেকে দুই ছেলে তৈমুর এবং জেহকে ঘিরেই আবর্তিত হয় তাঁর পৃথিবী। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই দুই ছেলের সঙ্গে ছবি শেয়ার করেন করিনা।
কাজল আগরওয়াল (Kajal Aggarwal)- দক্ষিণ ভারতের নামী অভিনেত্রী কাজল আগরওয়াল বলিউডেরও পরিচিত মুখ। অজয় দেবগণ অভিনীত ব্লকবাস্টার ‘সিংঘম’ ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। এই নায়িকাও বাস্তব জীবনে মা হয়ে গিয়েছেন। প্রায়ই ছেলে নীলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়ে থাকেন নায়িকা।
আলিয়া ভাট (Alia Bhatt)- গত বছর এপ্রিল মাসে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সাত পাক ঘুরেছিলে বলিউডের নামী নায়িকা আলিয়া ভাট। এরপর নভেম্বর মাসে তাঁদের ঘর আলো করে আসে মেয়ে রাহা।
মেয়ের জন্মের পর থেকে তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে ‘রণলিয়া’র জীবন। এখনও অবধি মুখ না দেখালেও, মাঝেমধ্যেই মেয়ের সঙ্গে ক্যামেরাবন্দি হয়ে থাকেন রণবীর-আলিয়া।