বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘মিঠাই’ (Mithai)। সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায় অভিনীত এই ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। গত দু’বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে সিদ্ধার্থ (Siddhartha)-মিঠাইরা (Mithai)। গত কিছু সময় ধরে আবার দ্বৈত চরিত্রে অভিনয় করছিলেন সৌমিতৃষা। মিঠাইয়ের পাশাপাশি মিঠি (Mithi) নামের চরিত্রেও দেখা যাচ্ছিল তাঁকে।
মিঠাইয়ের মৃত্যুর ট্র্যাকের সঙ্গেই সিরিয়ালে এন্ট্রি হয়েছিল মিঠির। ‘সিধাই’য়ের ছেলে শাক্যর শিক্ষিকা হিসেবে মনোহরায় প্রবেশ করে সে। অল্প কিছু সময়ের মধ্যেই মোদক পরিবারের প্রত্যেকের মন জয় করে নেয় মিঠি। মা-হারা শাক্যরও খুব প্রিয় হয়ে ওঠে সে। এমনকি সিদ্ধার্থের সঙ্গে সাত পাকেও বাঁধা পড়েছিল মিঠি।
দর্শকদের একাংশ যখন ভাবছিলেন, মিঠাই হয়তো সত্যিই মরে গিয়েছে এবং মিঠিই সিদ্ধার্থের নায়িকা, তখনই ধারাবাহিকে কামব্যাক হয় মিঠাইয়ের। তাঁর সঙ্গেই এন্ট্রি হয় ‘সিধাই’য়ের মেয়েরও। মিঠাই এখন মনোহরায় ফিরে এসেছে। যদিও অতীতের সব স্মৃতি ভুলে গিয়েছে সে। এমনকি প্রাণের উচ্ছেবাবুও মুছে গিয়েছে তাঁর স্মৃতি থেকে।
এই অবস্থায় অনেকেই ভেবেছিলেন, মিঠি হয়তো ভিলেন হয়ে সিদ্ধার্থ-মিঠাইকে আলাদা করার চেষ্টা করবে। কিন্তু এমনটা হয়নি। বরং সিদ্ধার্থের পাশে দাঁড়িয়ে মিঠাইকে সুস্থ করে তোলার চেষ্টা করছে সে। এমনকি ‘সিধাই’কে এক করার জন্য সিদ্ধার্থকে ডিভোর্সও দিয়ে দেবে সে।
‘মিঠাই’ ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, আস্তে আস্তে কাছাকাছি আসছিল সিদ্ধার্থ এবং মিঠি। ধীরে ধীরে মিঠি ‘মিস্টার মোদক’এর প্রতি দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সেই সময়ই ফিরে আসে মিঠাই। সিদ্ধার্থের মনে স্ত্রীয়ের প্রতি ভালোবাসা দেখে নিজের ভালোবাসার বলিদান দেওয়ার সিদ্ধান্ত নেয় মিঠি।
View this post on Instagram
‘মিঠাই’য়ের আজকের পর্বে দেখানো হবে সিদ্ধার্থের হাতে ডিভোর্স পেপার তুলে দেবে মিঠি। এরপর মিঠাইকে বলবে, এখন তো সব বাধা কেটে গিয়েছে, এবার তুমি ফিরে এসো। মিঠির এত বড় আত্মত্যাগ দেখে চোখে জল এসে গিয়েছে দর্শকদেরও। পাশাপাশি মিঠাই এবং মিঠি- দুই চরিত্রে সৌমিতৃষার অনন্য অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁরা।