বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির চর্চিত প্রেমকাহিনীগুলির মধ্যে একটি হল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রেখার (Rekha) সম্পর্ক। দুই তারকার প্রেম নিয়ে একসময় ইন্ডাস্ট্রির অন্দরে কম জলঘোলা হয়নি। এমনকি এও শোনা গিয়েছিল যে, স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে বাড়ি ছাড়তে উদ্যোগী হয়েছিলেন জয়া বচ্চন। যদিও সেসব হয়নি। বরং রেখার সঙ্গে সম্পর্কেই ইতি টানেন ‘বিগ বি’। তবে এবার তাঁদের সম্পর্ক নিয়ে একটি চাঞ্চল্যকর সত্যি সামনে এল যা শোনার পর অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে।
এখনও ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, রেখা এবং অমিতাভের চর্চিত প্রেমের নানান কাহিনী। বি টাউনের গুঞ্জন, প্রথমে নাকি নিজেদের সম্পর্ককে গোপন রেখেছিলেন দুই তারকা। কিন্তু একবার শ্যুটিং করতে গিয়ে রেখাকে এক ব্যক্তি অপমান করলে ক্ষোভে ফেটে পড়েন অমিতাভ। তখনই প্রথম প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্কের কথা। আস্তে আস্তে সেই খবর ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিতে।
শুধু এটুকুই নয়, শোনা গিয়েছিল, রেখাকে নিয়ে এক বন্ধুর ফাঁকা বাংলোতেও যেতেন অমিতাভ। প্রেমিকের সঙ্গে সময় কাটাবেন বলে রোজ বিকেলটা নাকি ফাঁকা রাখতেন অভিনেত্রী। কেউ কেউ বলেন, অমিতাভ-রেখা-জয়া অভিনীত ‘সিলসিলা’ ছবিটি নাকি তাঁদের সম্পর্কের জটিলতা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল!
তবে সেসব অতীতের কথা। এখন বয়স হয়েছে অমিতাভ-রেখা দু’জনেরই। ‘বিগ বি’ আবার দাদুও হয়ে গিয়েছেন। তবে এখনও তাঁদের প্রেমের গুঞ্জন কিন্তু থামেনি। বরং এখনও শোনা যায়, লন্ডনে নাকি দুই তারকার একটি বাড়ি রয়েছে। প্রত্যেক বছর সেখানে গিয়ে একান্তে কিছুটা সময় কাটিয়ে আসেন দু’জনে। যদিও এই গুঞ্জনের সত্যতা কতখানি তা কেউ জানে না। তবে অমিতাভের প্রতি ভালোবাসা যে আছে তা বহুবার স্বীকার করে নিয়েছেন রেখা।
একবার সিমি গারেওয়ালের শো’তে গিয়ে অমিতাভের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সিমি তাঁকে জিজ্ঞেস করেছিলেন, তিনি অমিতাভকে ভালোবাসেন কিনা? জবাবে রেখা স্পষ্ট জানান, ‘আমি ওঁকে ভালোবাসি। খুব ভালোবাসি। ওঁকে আমি পাগলের মতো ভালোবাসি’।
‘বিগ বি’র সঙ্গে কি নিয়মিত দেখা হয় নাকি মাঝেমধ্যে দেখা হয়? জবাবে রেখা জানিয়েছিলেন, ‘আমাদের প্রায়ই দেখা হয়। অ্যাওয়ার্ড ফাংশানে। তার বাইরে দেখা হয় না’। অভিনেত্রীর জানিয়েছিলেন, এটুকু দেখা হওয়াতেই তিনি খুশি। রেখার কথায়, ‘আমি সেখানেই অমিতাভকে দু’চোখ ভরে দেখে নিই। এটা কি অনেক বড় বিষয় নয়! অনেক বড় পাওয়া নয়!’