টেলিভিশনের পর্দায় এখন নিত্যনতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। এইসব সিরিয়ালের হাত ধরেই দর্শকরাও তাদের প্রিয় অভিনেতাদের দেখতে পাচ্ছেন নতুন রূপে,নতুন চরিত্রে। এমনিতে এমনিতে বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। কিন্তু তাদের মধ্যেই এমন কিছু সিরিয়াল থেকে যায় যা শেষ হওয়ার পরেও তার ছাপ থেকে যায় দর্শকদের মনের মধ্যে।
বাংলা সিরিয়ালের জগতে এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল স্টার জলসার (Star Jalsha) ‘শ্রীময়ী’ (Sreemoyee)। এই সিরিয়ালের নায়িকা শ্রীময়ীর বড় ছেলে জাম্বোর (Jambo) কথা মনে আছে নিশ্চই? ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহিত সামন্ত (Rohit Samanta)। ইন্ডাট্রিতে প্রায় এক দশকের বেশী সময় ধরে রাজ করতে থাকা রোহিত এই ধারাবাহিকে ধরা দিয়েছিলেন একেবারে আলাদা ধরণের এক খলনায়ক জাম্বোর চরিত্রে।
ধারাবাহিকে নিজের মায়ের বদলে বাবা এবং তার প্রেমিকা ওরফে জুন আন্টির প্রতিই ছিল তার পক্ষপাতিত্ব আর বিশেষ আনুগত্য। তাই উঠতে বসতে সারাক্ষণ নিজের মাকে অপমান করতো জাম্বো। এমন একটা ভিন্ন স্বাদের চরিত্র করে রোহিত যেমন দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তেমনি স্টার জলসার ‘সিঁদুর খেলা’ কিম্বা ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’র মতো সিরিয়ালও রয়েছে অভিনেতার ঝুলিতে।
তবে রোহিত সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন জি বাংলার ‘বয়েই গেল’ সিরিয়ালে নায়ক অর্জুনের চরিত্রে অভিনয় করে। এই ধারাবাহিকে অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা। প্রসঙ্গত বাসবদত্তা এখন চুটিয়ে কাজ করছেন বড় পর্দায়। কিন্তু রোহিত সামন্ত এখন কোথায়, কি করছেন? তা নিয়ে দর্শকদের মনে রয়েছে হরেক রকম প্রশ্ন।
জানা গিয়েছে অভিনয়ের পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতা বর্তমানে মন দিয়েছেন প্রযোজনায়। ইতিপূর্বেই তাঁরই প্রযোজনা সংস্থা ‘মিসিং স্ক্রু’র প্রযোজনায় স্টার জলসার পর্দায় তৈরি হয়েছিল কণীনিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’।
তবে শুধু সিরিয়াল নয় পর্দার জাম্বোর প্রযোজনা সংস্থার ছাতার তলায় তৈরি হয়েছে ‘গোরা’, ‘মৌচাক’, ‘ইন্দু’, ‘মোহমায়া’র মতো একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ। এছাড়া ইতিমধ্যেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী অভিনীত ফান্দে পড়িয়া বগা কান্দে রে সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল রোহিতকে। এছাড়া অভিনেতার রয়েছে ফটোগ্রাফির শখ। তবে আপাতত অভিনয় থেকেই দূরেই রয়েছেন রোহিত।