অল্পদিনেই বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। ধারাবাহিকে সৃজন চরিত্রে রুবেল দাস আর পর্ণা চরিত্রে পল্লবী শর্মার সাবলীল আভিনয় দারুন পছন্দ করছেন দর্শক। তাই এই সিরিয়ালের নায়ক নায়িকা সৃজন-পর্ণা (Srijan-Parna) ইদানিং দর্শকদের অত্যন্ত পছন্দের একটি জুটি হয়ে উঠেছে ।
এই মুহূর্তে সিরিয়ালের প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনার পর্ব। তাই ধারাবাহিকের একটাও এপিসোড মিস করেন না এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা। প্রসঙ্গত শুরুতে সাংসারিক কূটকচালি নিয়ে সিরিয়াল শুরু হলেও এখন ধীরে ধীরে তেতোটুকু সরিয়ে মিঠের হদিশ পাচ্ছেন এই সিরিয়ালের দর্শকরাও।
বিয়ে হয়ে দত্তবাড়ি আসার আগে থেকেই শাশুড়ি অর্থাৎ ‘বাবুউর মা’ কৃষ্ণার দু চোখের বিষ পর্ণা। আর বিয়ের পর তো কথাই নেই। উঠতে বসতে শাশুড়ির কাছে হেনস্থা হচ্ছে পর্ণা। এমনকি বাড়িতে বিবাহিত বৌ থাকতেও বাবুর আবার বিয়ে দিতে চাইছে বাবুর মা। দর্শকরা জানেন সৃজনের সাথে পর্ণার বিয়ে না হলে মৌমিতার বোন তিন্নির সাথেই বিয়ে হতো সৃজনের।
সিরিয়ালের বর্তমান ট্র্যাক অনুযায়ী দেখা যাচ্ছে অফিসের কাজে বাড়ির বাইরে যাচ্ছে পর্ণা। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই তিন্নির সাথে বাবুর বিয়ে দেওয়ার ছক কষছে বাবুর মা। এরইমধ্যে এসে গিয়েছে এই আসন্ন ট্র্যাকের নতুন প্রোমো।
এই প্রোমোতে দেখা যাচ্ছে পর্ণার অনুপস্থিতিতে সৃজনের সাথে তিন্নির বিয়ে দিচ্ছে বাবুর মা। অন্যদিকে মৌমিতা সেজেছে ভন্ড মাতঙ্গী মা। সেই পুরোহিতের সামনে বসে সৃজনকে আদেশ দিচ্ছে তিন্নিকে সিঁদুর পরানোর। এরপর দেখা যাচ্ছে সৃজন তিন্নিকে সিঁদুর পরানোর সময়েই ত্রিশূল নিয়ে কপালে সিঁদুর লেপ্টে একেবারে সন্ন্যাসিনীর সাজে এসে দাঁড়িয়েছে পর্ণা।
যদিও তাকে এই রূপে দেখে চিনতে পারেনি কেউ। তবে বিয়ের মাঝে হঠাৎ দত্তবাড়িতে এমন এক সন্ন্যাসিনীর আগমনে চমকে গিয়েছেন খোদ বাবুর মা। তাই তিনি জানতে চান কি চাই আপনার? তখন সন্ন্যাসিনীর সাজে থাকা পর্ণা জানায় ‘তোর বাবুকে’।