দুই বাংলা দুই তারকা, ফিরদৌস আহমেদ (Ferdous Ahmed) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) খুব ভালো বন্ধু। একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন তাঁরা। তাঁদের অনস্ক্রিন রসায়ন ছিল দেখার মতো। কিন্তু বহু বছর হয়ে গেল ঋতুপর্ণা-ফিরদৌসকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তবে একসঙ্গে ছবি না করলেও তাঁদের বন্ধুত্ব যে অটুট রয়েছে তা ফের একবার প্রমাণিত হয়ে গেল।
গত ১০ মার্চ, শুক্রবার ঢাকায় গিয়েছিলেন ঋতুপর্ণা। নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি অনুশ্তনানে যোগ দিয়েছিলেন টলি (Tollywood) সুন্দরী। যদিও তিনি একা নন, নামী গায়ক অনুপম রায়ও গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের শেষেই দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেতা ফিরদৌসের বাড়ি (House) যান অভিনেত্রী। সেখানেই রাত্রিযাপন করেন টলি সুন্দরী।
‘ওস্তাদ’ নামের একটি ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা এবং ফিরদৌস। এরপর প্রায় ৫০টি ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। সময়ের সঙ্গেই গাঢ় হতে থাকে দু’জনের বন্ধুত্ব। মাঝখানে বেশ কয়েক বছর একসঙ্গে কাজ না করলেও সেই বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়নি। সেই জন্য অভিনেত্রী ঢাকায় গিয়েছেন জানতে পেরেই তাঁকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান বাংলাদেশি অভিনেতা।
ফিরদৌস এই প্রসঙ্গে ওপার বাংলার সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘বহুদিন পর আবার ঋতু ঢাকায় এসেছে। সেই জন্য বললাম বাইরে কোথাও না থেকে আমার বাড়িতে থাকতে। একদিনের জন্য হলেও আমি অতিথি আপ্যায়ন করতে চাই। খুব আনন্দ করে ঋতু আমার আমন্ত্রণ গ্রহণ করে। বহুদিন পর আবার দুই বন্ধুর আড্ডা দেওয়া হল’।
ফিরদৌসের সঙ্গে ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণাও। ফেসবুকে অভিনেতার সঙ্গে ৩টি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধু ফিরদৌসের সঙ্গে কাটানো দারুণ সময়’। ফিরদৌসের বাড়িতে রাত্রিযাপন করার পর রবিবার ঢাকা থেকেই সিঙ্গাপুর চলে যান অভিনেত্রী। সেখানেই থাকেন ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী এবং দুই সন্তান।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ ক্লাবের অনুষ্ঠানে বেশ কয়েকটি গানে একা পারফর্ম করেন ঋতুপর্ণা। এরপর ওপার বাংলার সুপারস্টার তথা ভালো বন্ধু ফিরদৌসের সঙ্গে ‘সব সখীরে পার করিতে’ গানে পারফর্ম করেন অভিনেত্রী। এছাড়া টলিপাড়ার জনপ্রিয় গায়ক অনুপম রায়ও বহু জনপ্রিয় গান গেয়ে শোনান সেই অনুষ্ঠানে।