• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাতৃহারা মাধুরী দীক্ষিত, ছুটির দিনে দুঃসংবাদ মিলতেই শোকস্তব্ধ বলিউড

Published on:

Madhuri Dixit's Mother Snehalata Dixit Passed away at the age of 91

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। আজ অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ১২ই মার্চ সকালে প্রয়াত হয়েছেন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত (Madhuri Dixit Mother Passed Away)। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। এদিন ভোর বেলা ৩টে নাগান নিজ বাসভবনেই শেষ নিঃস্বাস করেন। মাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন অভিনেত্রী।

যেমনটা জানা যাচ্ছে বাধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। আর সেই কারণেই মৃত্যু হয়েছে। ভক্তদের উদ্দেশ্যে মাধুরী দীক্ষিত জানান, ‘আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত আজ প্রিয়জনদের উপস্থিতিতেই ইহলোক ত্যাগ করেছেন।’ খবর পাওয়া মাত্রই মন খারাপ হয়ে যায় অনুরাগীদের। নেটিজেনরা তাঁর আত্মার শান্তি কামনা করেন।

Madhuri Dixit Mother Passed Away at the age of 91

আজ বিকেলে মুম্বাইতে শেষ হয় অভিনেত্রীর মায়ের শেষ কৃতী। এদিন স্বামী শ্রীরাম নেনে ও ছেলে রায়ান নেনের সাথে শেষকৃত্য সম্পন্ন করেন। ইতিমধ্যেই সেই ছবি পাপ্পারাৎজিরা শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে। যা বেশ ভাইরাল হয়ে পড়েছে ও নেটিজেনরা শোক প্রকাশ করে চিরশান্তি কামনা করেছেন।

Madhuri Dixit Mother Passed Away

স্নেহলতা দেবীর মোট চার সন্তান, তাঁদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন মাধুরী। নিজের অভিনয়ের কেরিয়ারের প্রথম দিন থেকেই মাকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী। গতবছর জুন মাসে মায়ের জন্মদিন বেশ ধুমধাম করেই পালন করেছিলেন মাধুরী। কিন্তু এবছর জন্মদিন আসার আগেই পরোলকের পথে পাড়ি দিলেন তিনি।

প্রসঙ্গত, জন্মদিনে মায়ের সাথে ছবি শেয়ার করে মাধুরী লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। সবার মতে, একজন মায়ের সেরা বন্ধু হল তাঁর মেয়ে। আমার কাছে সবচাইতে বড় উপহার তুমিই। আমি আজ না হয়েছি, যা হব সবটাই তোমার জন্য। তোমার দীর্ঘায়ু কামনা করি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥