রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ত্রিকোণ প্রেমের মোড়কে তৈরী স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘বালিঝড়’ (Balijhor)। লীনা গাঙ্গুলির লেখা তারকাখচিত এই নতুন সিরিয়ালে রয়েছেন জোড়া নায়ক স্রোত আর মহার্ঘ্য (Srot-Moharghya)। আর তাঁদের একমাত্র নায়িকা ঝোড়া (Jhora)।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এই ধারাবাহিকে চেনা চরিত্রদেরই তুলে ধরা হয়েছহ নতুন রূপে। আর এইভাবে এই ধারাবাহিকের হাত ধরেই অনুরাগীরা আরও একবার ফিরে পেয়েছেন ‘খড়কুটো’ সিরিয়ালের গুনগুন সৌজন্য জুটিকে। ধারাবাহিকে ঝোড়া চরিত্রে অভিনয় করেছেন গুনগুন অভিনেত্রী তৃণা সাহা । অন্যদিকে মহার্ঘ্য চরিত্র দেখা যাচ্ছে সৌজন্যে অভিনেতা কৌশিক রায়কে।
এছাড়া ধারাবাহিকে নায়ক স্রোতের চরিত্রে অভিনয় করছেন ‘ধুলোকণা’র লালন অভিনেতা ইন্দ্রাশিষ রায়। প্লট অনুযায়ী দেখা যাচ্ছে দাপুটে নেতা সমুদ্র সেনের মেয়ে অর্থাৎ নায়িকা ঝোড়া ভালোবাসে তাঁর বন্ধু স্রোতকে। কিন্তু তার বাবা তার সাথে বিয়ে দিতে চায় সহযোগী মহার্ঘ্যের। এমনিতে সব সিরিয়ালেই বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বালিঝড়েও ঝোড়ার বিয়ে নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা।
স্রোত না মহার্ঘ্য কার গলায় মালা দেবে ঝোড়া তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে দেখা যায় পরিস্থিতির চাপে বাবার মুখ রক্ষা করতে স্রোত কে ফিরিয়ে দিয়ে মহার্ঘ্যকেই বিয়ে করে নিয়েছে ঝোড়া। তবে শুরু থেকেই দেখা যাচ্ছে সবটা জেনেই মহার্ঘ্য ঝোড়াকে কথা দিয়েছে তার সাথে বিয়ে হলেও বিয়ের পর সে নিজে তাকে ডিভোর্স দিয়ে স্রোতের সাথেই তার আবার বিয়ে দেবে।
অন্যদিকে স্রোতকেও মহার্ঘ্য বলেছে তার ওপর ভরসা রাখতে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে বালিঝড়ের একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহার্ঘ্য ঝোড়াকে বলছে একবছর পর সে তাকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু ঝোড়ার চিন্তা তখন হয়তো তার বাবা মানবে না। আর তখন ঝোড়াকে মহার্ঘ্য জানায় ‘মহার্ঘ্য ব্যানার্জী কথার খেলাপ করে না। আর সময় সবসময় এক থাকে না। একবছরে অনেক কিছু পাল্টে যায়’।
এই ভিডিও দেখে দর্শকরা সকলেই একবাক্যে প্রশংসা করেছেন অভিনেতা কৌশিক রায়ের। সেইসাথে ‘সৌগুন’ ফ্যানদের একাংশ দাবি করেছেন তাঁরা চান না মহার্ঘ্য আর ঝোড়ার মাঝে স্রোত আসুক। তাছাড়া ইতিমধ্যেই অনুরাগীরা ঝোড়া মহার্ঘ্য জুটির নাম মিলিয়ে তাঁদের নাম দিয়েছেন ‘ঝোড়ার্ঘ্য’।