দু’দিন ধরে মনটা একেবারেই ভালো নেই বলিউডের (Bollywood) কারোর। দোলের (Holi) রেশ কাটতে না কাটতেই জানা যায় সদাহাস্যময় অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যে মানুষটা চিরকাল সবার মুখে হাসি ফুটিয়েছেন তাঁর প্রয়াণের খবর পেয়ে মন খারাপ সকলের। অনুপম খের থেকে সলমন খান- সতীশের মৃত্যুতে চোখের জল ফেলেছেন বলিউডের একাধিক তারকা।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, সতীশ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত (Satish Kaushik death) হয়েছেন। কিন্তু তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিনেতার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টেও জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অভিনেতা। কিন্তু এখনও ফাইনাল রিপোর্ট আসা বাকি। সেই রিপোর্ট হাতে পাওয়ার আগেই চাঞ্চল্যকর মোড় নিল অভিনেতার মৃত্যুরহস্য।
গত ৯ মার্চ জাভেদ আখতার, রিচা চাড্ডা, আলি ফজল সহ বলিউডের একাধিক তারকার সঙ্গে ধুমধাম করে হোলি উদযাপন করেন সতীশ। এরপর সেখান থেকে দিল্লি যান অভিনেতা। জানা গিয়েছে, একজন নামী শিল্পপতির ফার্ম হাউসে থাকছিলেন তিনি। সেখানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সতীশ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
ইতিমধ্যেই সতীশের মৃত্যুর বিষয়ে তদন্তে শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। আর তাতেই এমন একটি তহ্য উঠে এসেছে যা সম্পূর্ণ ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সতীশ যে ফার্ম হাউসে ছিলেন সেখানে বেশ কিছু ওষুধ পাওয়া গিয়েছে। সেই ওষুধগুলি কীসের তা এখনও জানা যায়নি।
সেই সঙ্গেই জানা গিয়েছে, সেদিন রাতের পার্টিতে উপস্থিত অতিথিদের তালিকা তৈরি করা হয়েছে। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি অভিনেতার ভিসেরা সংগ্রহ করে রাখা হয়েছে, রক্তের স্যাম্পেল নিয়ে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপাতত সতীশের ময়নাতদন্তের ফাইনাল রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, গত ৯ মার্চ রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন সতীশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ৬৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। রেখে গিয়েছেন স্ত্রী এবং ১০ বছরের কন্যা বংশীকাকে।