বৃহস্পতিবার আচমকাই জানা যায়, বলিউডের (Bollywood) নামী অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রঙের উৎসবের পরের দিনই এমন খবর পাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছে প্রত্যেকের। ৬৬ বছর বয়সে হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা। জানা গিয়েছে, গাড়ি করে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। সতীশ রেখে গিয়েছেন স্ত্রী এবং একমাত্র কন্যা বংশীকাকে (Vanshika Kaushik)।
কয়েক দশকের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে প্রচুর সুপারহিট ছবিতে অভিনয় করেছেন সতীশ। তাঁর ঝুলিতে রয়েছে, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘হাসিনা মান জায়েগি’, ‘দিওয়ানা মস্তানা’, ‘সাজন চলে শশুরাল’এর মতো ব্লকবাস্টার ছবি। সাম্প্রতিক অতীতে তাঁকে ‘ভাতর’, ‘বাঘী ৩’র মতো সিনেমা, ‘স্ক্যাম ১৯৯২’র মতো ওয়েব সিরিজে দেখেছে দর্শকরা।
সতীশের কেরিয়ার শুরু হয় ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাসুম’ ছবির মাধ্যমে। এরপর ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে শেখর কাপুরের সহকারী হিসেবে কাজ করেন তিনি। সেই সঙ্গেই অভিনয় করেছিলেন ‘ক্যালেন্ডার’ চরিত্রটিতে। ব্যস, এরপরই ঘুরে যায় সতীশের ভাগ্য। আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে।
এত বছরে বলিউডের প্রথম সারির কমেডিয়ানদের তালিকায় স্থান করে নিয়েছেন সতীশ। তিনি যে কত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তা হয়তো কল্পনাও করা যাবে না। বলিউডে এত বছর কাজ করে সতীশ যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনই আয় করেছেন প্রচুর অর্থও। মৃত্যুর পর স্ত্রী এবং মেয়ের জন্য সেই সম্পত্তি রেখে গিয়েছেন অভিনেতা।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন সতীশ। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা প্রায় ১২৩ কোটি টাকার কাছাকাছি, এছাড়াও মুম্বইয়ে একটি প্রাসাদসম বাড়ি রয়েছে অভিনেতার। সেখানেই স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন তিনি। সেই বাড়ির গ্যারেজে সাজানো রয়েছে অডি, এমজি হেক্টর সহ একাধিক লাক্সারি গাড়ি। এই সব কিছুই ১০ বছরের মেয়ে বংশীকার জন্য রেখে গেলেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, বংশীকার আগে সতীশের আরও একটি সন্তান ছিল। কিন্তু মাত্র ২ বছর বয়সে সেই সন্তান মারা যায়। এরপর ৫৬ বছর বয়সে মেয়ে বংশীকা আসে তাঁদের জীবনে। স্ত্রী এবং মেয়েকে নিয়ে বেশ সুখে ছিলেন অভিনেতা। সতীশের প্রয়াণের পর প্রচণ্ড ভেঙে পড়েছেন তাঁরা।