• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিপতি হয়েও মাটির মানুষ, দোলে গ্রামের রাস্তায় রং মেখে ভূত অরিজিৎ সিং, ভাইরাল হল ছবি

Published on:

Arijit Singh at Jiyaganj riding scooty on Holi photo viral

অরিজিৎ সিং (Arijit Singh) এমন একজন মানুষ যার বিন্দুমাত্র অহংকার নেই। বারবার নিজের উদার স্বভাবের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন গায়ক। সম্প্রতি দোলের (Holi) দিন আরও একবার প্রমাণ করে দিলেন তিনি কেন বাকিদের থাকে আলাদা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গায়কের একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে, যা দেখার পর ফের একবার অরিজিৎ-বন্দনায় মেতেছেন সকলে।

অন্যান বলিউড তারকাদের মতো ‘হোলি পার্টি’তে গিয়ে নয়, বরং প্রভাতফেরি, কীর্তন করেই দোল উদযাপন করেছেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি, ভিডিও দেখেছেন নেটিজেনরা। এবার দোলের দিনই তোলা গায়কের আরও একটি ছবি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তারকাসুলভ অহংকার ছেড়ে সাধারণ মানুষের মতো নিজের শহর জিয়াগঞ্জের (Jiaganj) রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।

Arijit Singh, Arijit Singh Holi

ভাইরাল সেই ছবি এক ঝলক দেখে অরিজিতকে হয়তো অনেকেই চিনতে পারবেন না। পরনে সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি রংয়ে তাঁকে সত্যিই চেনা মুশকিল। কিন্তু কয়েক সেকেন্ড ভালো করে দেখলেই বোঝা যাবে উনি আসলে বিশ্ব বন্দিত গায়ক অরিজিৎ। রং মেখে ভূত হয়ে স্কুটি চালাচ্ছেন তিনি। পিছনে বসে রয়েছেন তাঁর একজন বন্ধু।

সম্প্রতি অরিজিতের একটি ফ্ল্যান ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করা হয়েছে। দাবি করা হয়েছে, সেই ছবিটি এই বছর দোলে তোলা। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা।

Arijit Singh, Arijit Singh Holi, Arijit Singh Holi celebration, Arijit Singh driving scooty

যদিও শুধুমাত্র এই একটি ছবিই নয়, দোলের দিন তোলা অরিজিতের আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জিয়াগঞ্জে বন্ধুবান্ধবদের সঙ্গে রং খেলছেন তিনি। সেই ছবির নীচেও কমেন্ট করে গায়ককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Arijit Singh, Arijit Singh Holi, Arijit Singh Holi celebration

গত মঙ্গলবার অর্থাৎ দোলের দিন নিজের লেখা একটি মিউজিক ভিডিও শেয়ার করে সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছিলেন অরিজিৎ। গায়কের এই ভিডিওর কাস্টিং, প্রোডাকশন ডিজাইন এবং আর্ট ডিজাইন করেছেন তাঁর স্ত্রী কোয়েল সিং। সোশ্যাল মিডিয়ায় অরিজিতের শেয়ার করা এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥