বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) এক কিংবদন্তি অভিনেত্রী হলেন অনামিকা সাহা (Anamika Saha)। তিনি যে কত আইকনিক ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। পর্দার বিন্দুমাসি (Bindumasi) এমন একজন অভিনেত্রী যাকে টলিপাড়ার প্রথম মহিলা ভিলেন হিসেবেও চেনেন দর্শকরা। একসময় যেখানে ভিলেন চরিত্রে পুরুষ অভিনেতাদের দেখতেই অভ্যস্ত ছিলেন প্রত্যেকে, সেখানে একজন মহিলা দর্শকদের ভয় ধরিয়ে দিয়েছিলেন অনামিকা।
টলিউডের অত্যন্ত প্রতিভাবান এই অভিনেত্রী সিনেমার পাশাপাশি ধারাবাহিকেও চুটিয়ে কাজ করেছেন। তবে করোনার পর পর্দা থেকে খানিক দূরে সরে গিয়েছেন তিনি, কমিয়ে দিয়েছেন অভিনয়, স্বাভাবিকভাবেই তাঁকে বেশ মিস করেন বাঙালি সিনেপ্রেমী মানুষরা। কিন্তু এবার অনামিকার অনুরাগীদের জন্য এল একটি বিরাট সুখবর। ফের একবার ‘বিন্দুমাসি’ হয়ে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী।
আজ থেকে প্রায় ১৭ বছর আগে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ঘাতক’ ছবিতে খলনায়িকা (Villain) বিন্দুমাসির চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা। দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় হয়েছিল সেই চরিত্রটি। এখনও অনেকের কাছে অনামিকা এই নামেই পরিচিত। এবার ফের একবার সেই আইকনিক চরিত্রে ফিরছেন তিনি।
শৌভিক দে পরিচালিত ‘বরফি’ (Borfi) ছবিতে ফের একবার আইকনিক বিন্দুমাসির চরিত্রে দেখা যাবে অনামিকাকে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, প্রকাশ্যে এসেছে অনামিকার ফার্স্ট লুকের ছবি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে বিন্দুমাসি চরিত্রে অনামিকার ছবি।
ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের ছাপার শাড়ি, অফ হোয়াইট রঙে ব্লাউজ পরে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে অনামিকা। কপালে রয়েছে চেনা সাদা রঙের টিপ, খোলা চুল আর চোখে চশমা। জানা যাচ্ছে, সব কিছু যদি ঠিক থাকে তাহলে আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে থ্রিলার ঘরানার এই ছবি।
View this post on Instagram
শৌভিক পরিচালিত এই ছবিতে দেখানো হবে, শহরে একের পর এক মন্ত্রী খুন হচ্ছেন। তবে আততায়ীকে কেউ ধরতে পারছে না। সিনেমা আবর্তিত হবে বরফি এবং তাঁর ভাই সূর্যকে কেন্দ্র করে। অনামিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, অরিত্র দত্ত বণিকের মতো শিল্পীরা।