• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাঠান অতীত! রিলিজের আগেই ২০০ কোটি ঘরে, বক্স অফিস কাঁপাতে আসছে সলমনের ‘টাইগার ৩’

Published on:

Salman Khan Tiger 3 Sold for whooping 200 Crore to Amazon Before Release

২০২৩ সালটা লেখা থাকবে বলিউডের (Bollywood) দুই সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খানের (Salman Khan) নামে। রুপোলি পর্দা থেকে বেশ অনেকটা সময় দূরে থাকার পর চলতি বছর ব্যাক টু ব্যাক সিনেমা নিয়ে আসছেন ‘বাদশা’ এবং ভাইজান। তাই স্বাভাবিকভাবেই বারবার সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে আসছেন তাঁরা। সম্প্রতি যেমন ১০০০ কোটি আয় করা ‘পাঠান’কে (Pathaan) হারিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে সলমনের ‘টাইগার ৩’ (Tiger 3)!

চলতি বছরের শুরুতেই বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ। দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে ‘পাঠান’এর হাত ধরে প্রেক্ষাগৃহে ফিরেছে ‘শাহরুখ-ম্যাজিক’। বক্স অফিসে ঝড় তুলেছে সেই ছবি। ইতিমধ্যেই ‘কিং খান’এর ছবি ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আস্তে আস্তে ১১০০ কোটির দিকে এগোচ্ছে ‘পাঠান’।

Pathaan, Pathaan box office collection, Pathaan OTT rights

শাহরুখের ‘বাদশাহি’ কামব্যাকের পর পালা সলমনের। এখন থেকেই ভাইজান অনুরাগীদের মনে প্রশ্ন ঘুরছে, তিনি কি আদৌ টেক্কা দিতে পারবেন শাহরুখকে? দুই সুপারস্টার মুখোমুখি প্রতিযোগিতায় না নামলেও তাঁদের অনুরাগীরা কিন্তু ইতিমধ্যেই তুল্যমূল্য বিচার শুরু করে দিয়েছেন।

সম্প্রতি সলমনের ‘টাইগার ৩’ যেমন ওটিটিতে (OTT) বিক্রি হওয়ার মূল্যের নিরিখে শাহরুখের ‘পাঠান’কে পিছনে ফেলে দিয়েছে। আর সেই সঙ্গেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে ভাইজান অনুরাগীদের। গত বছর অ্যামাজন প্রাইমের কাছে ১০০ কোটি টাকায় বিক্রি (OTT rights) হয়েছিল ‘পাঠান’। সম্প্রতি সেই বিপুল অঙ্ককে ছাপিয়ে একই ওটিটি প্ল্যাটফর্মের কাছে ২০০ কোটি টাকায় বিক্রি হয় ‘টাইগার ৩’।

Tiger 3, Tiger 3 OTT rights, Tiger 3 OTT rights price

ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হওয়া অঙ্কের নিরিখে শাহরুখের ছবির দ্বিগুণ আয় করেছে সলমনের সিনেমা। তবে বক্স অফিস কালেকশন এখনও বাকি। ইতিমধ্যেই ১০০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। এবার দেখতে হবে, ‘টাইগার ৩’ সেই অঙ্ক টপকাতে পারে কিনা।

প্রসঙ্গত উল্লেখ্য, অনুরাগীদের মধ্যে ‘শাহরুখ ভার্সেস সলমন’ প্রতিযোগিতা চললেও, বি টাউনের দুই সুপারস্টার কিন্তু লড়াই নয়, বরং একসঙ্গে জোট বেঁধে ইন্ডাস্ট্রির সুদিন ফেরানোয় মনোনিবেশ করেছেন। সেই জন্যই শাহরুখের ‘পাঠান’এ ক্যামিও করেছেন ভাইজান। সিনেমায় টাইগারের জন্যই বেঁচে ফিরেছিল পাঠান। এবার ক্যামিওর পালা শাহরুখের। ‘টাইগার ৩’তে ফের একবার শাহরুখ-সলমন যুগলবন্দি দেখার জন্য মুখিয়ে রয়েছেন গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥