• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবাঙালি হয়েও বাংলার প্রতি অদ্ভুত টান! ইচ্ছে পুতুলের ময়ূরীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published on:

শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain,জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,ইচ্ছেপুতুল,Iccheputul,ময়ূরী,Mayuri,সিক্রেট ফাঁস,Secret Reveal,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,অবাঙালি,Non Bengali,ভাইরাল ভিডিও,Viral Video

বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী হলেন শ্বেতা মিশ্র (Sweta Mishra)। ছোটপর্দার পরম সুন্দরী খলনায়িকা (Villain) তিনি। এই মুহূর্তে শ্বেতা অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘ইচ্ছেপুতুলে’ (Iccheputul)। এই সিরিয়ালে শ্বেতা অভিনীত চরিত্রের নাম হয়েছে ময়ূরী (Mayuri)।

সিরিয়ালে নিজের বোন মেঘের সাথেই তার যত শত্রুতা আর জোর জুলুম। অথচ ছোট থেকে এই মেঘের রক্তেই বেঁচে আছে ময়ূরী। এই সিরিয়ালটির যারা নিয়মিত দর্শক তারা জানেন ময়ূরীর বোন মেঘ যে নিজে থেকে কোনোদিন তার পছন্দ অপছন্দের কথা মুখ ফুটে বলে না তাঁরই ভালোবাসার মানুষ সৌরনীলকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে ময়ূরী।
Icheputul Mayuri Sweta Mishra
এ তো গেল সিরিয়ালের কথা। তবে বাস্তবে কিন্তু মেঘ অভিনেত্রী তিতিক্ষা দাস এবং ময়ূরী অভিনেত্রী শ্বেতা মিশ্রর সম্পর্কটা ভীষণ মিষ্টি। সম্প্রতি পর্দার ময়ূরী সহ ইচ্ছেপুতুল সিরিয়ালের চার নায়িকা এসেছিলেন জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। পর্দায় ঝরঝরে বাংলায় কথা বললেও এদিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজের সিক্রেট ফাঁস করে শ্বেতা জানান আদতে তিনি বাঙালি নন।
শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain,জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,ইচ্ছেপুতুল,Iccheputul,ময়ূরী,Mayuri,সিক্রেট ফাঁস,Secret Reveal,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,অবাঙালি,Non Bengali,ভাইরাল ভিডিও,Viral Video
তবে বাংলার প্রতি অদ্ভুত টান অনুভব করেন তিনি। তাই সম্পূর্ণ নিজের চেষ্টাতেই এতো সুন্দর বাংলা শিখেছেন তিনি। এদিন শ্বেতা জানান জন্মসূত্রে তাঁর মা রাজস্থানি আর বাবা উত্তরপ্রদেশের বাসিন্দা। আর শ্বেতা থেকেছেন বহরমপুরে। তাই বাংলায় থেকে বাংলাকে ভালোবেসে সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি বাংলা শিখেছেন। যদিও স্কুলে তিনি পড়াশোনা করেছেন হিন্দি আর ইংরেজিতেই।

আদতে মাড়োয়ারি শ্বেতা এদিন জানান তাঁর বাড়িতে এমনিতে কোনোদিন মাছ মাংস ওঠেনা। কিন্তু তিনি নিজে খাদ্যরসিক। তাই মাছ,মাংস,ডিম সব আমিষ রান্নাতেই তিনি দারুন পটু। সেইসাথে এদিন রচনা বন্দোপাধ্যের সাথে কথায় কথায় বেরিয়ে পড়ে অভিনেত্রীর হাঁড়ির খবর।

শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain,জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,ইচ্ছেপুতুল,Iccheputul,ময়ূরী,Mayuri,সিক্রেট ফাঁস,Secret Reveal,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,অবাঙালি,Non Bengali,ভাইরাল ভিডিও,Viral Video

মনের মানুষ মিস্টার সেনগুপ্তের জন্যই নাকি সব রকমের রান্না শিখে রেখেছেন তিনি। তবে এদিন জানা যায় শ্বেতার প্রেমিক বিনোদন জগতের মানুষ নন। টিটেনি আসলে শ্বেতার কলেজেরই বন্ধু। খাবার দাবারের ব্যাবসার সাথেই যুক্ত রয়েছেন তিনি। এছাড়া বটানি অনার্স শ্বেতা এদিন জানান অভিনয়ের পাশাপাশি তাঁর ইচ্ছা আছে পিএইচডি করে নামের পাশে ডক্টর উপাধিটা যোগ করার। এদিন সোশ্যাল মিডিয়ায় শ্বেতার এই ভিডিও ভাইরাল হতেই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥