কয়েকদিন আগেই জানা গিয়েছিল, শ্যুটিং করতে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে বলিউড (Bollywood) সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। এবার শ্যুটিং সেটেই দুর্ঘটনার (Injured) কবলে পড়লেন টলিউড (Tollywood) সুপারস্টার দেব (Dev)। সম্প্রতি প্রকাশ্যে এসেছেন অভিনেতার ছবি। আর তা দেখেই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। দেব এখন কেমন আছেন সেই চিন্তাই ঘুরছে তাঁদের মাথায়।
‘প্রজাপতি’র আকাশছোঁয়া সাফল্যের পর টলি সুপারস্টারকে দেখা যাবে ‘বাঘা যতীন’এ (Bagha Jatin)। এই মুহূর্তে জোরকদমে চলছে সেই ছবির কাজ। ‘বাঘাযতীন’এর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন দেব। অভিনেতার বাম চোখে আঘাত লেগেছে। জানা গিয়েছে, দোলের দিন ঘটনাটি ঘটেছে। ব্যান্ডেজ করা রয়েছে তাঁর চোখে।
একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বসন্ত উৎসবের দিন শ্যুটিং চলছিল ‘বাঘা যতীন’এর। সেদিনই চোখে আঘাত পান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় দেবের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর বাম চোখের ওপর ব্যান্ডেজ বাঁধা রয়েছে।
চোখে চোট পাওয়া সত্ত্বেও দেবের মুখের হাসি কিন্তু উধাও হয়নি। বরং এই অবস্থাতেই ‘বাঘা যতীন’এর বাকি কলাকুশলীদের সঙ্গে মিলে বসন্ত উৎসব উদযাপন করেন তিনি। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার গালে, মাথায়, গায়ে রং লেগে রয়েছে। তবে ‘প্রজাপতি’ অভিনেতাকে এমন অবস্থায় দেখে তাঁর অনুরাগীরা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছেন।
কেউ কেউ আবার টলিপাড়ার আর এক সুপারস্টার জিৎ’কেও খোঁচা দিয়েছেন। তাঁদের মতে, জিৎ এতদিন ধরে এত অ্যাকশন দৃশ্যে অভিনয় করলেও তাঁর কখনও চোট লাগেনি। পাল্টা দিয়েছে ‘বস’এর অনুরাগীরাও। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া এখন শুধু ‘দেবময়’।
প্রসঙ্গত উল্লেখ্য, দেব এখন কেরিয়ারের দারুণ পর্যায়ে রয়েছেন। শুধুমাত্র অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও প্রচণ্ড সফল তিনি। তাঁর শেষ ছবি ‘প্রজাপতি’ দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি বক্স অফিসেও একাধিক রেকর্ড গড়েছে। সেই ছবির সাফল্যের পর এবার বিপ্লবী ‘বাঘা যতীন’রূপে পর্দায় আসছেন তিনি। ‘বাঘাযতীন’এর পর আবার ব্যোমকেশরূপে ধরা দেবেন অভিনেতা।