• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন বিয়ে থেকে প্রেম সব অতীত! বসন্ত উৎসবে রং মেখে আসল ‘হিরো’কে প্রকাশ্যে আনলে শ্রাবন্তী

টলিউডের (Tollywood) চর্চিত অভিনেত্রীদের তালিকায় প্রথমেই আসে একজনের নাম। তিনি হলেন টলি সুন্দরী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বেশিরভাগ সময়েই দেখা যায় শ্রাবন্তীর অভিনয়ের তুলনায় অনেক বেশি চর্চা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তাই বরাবরই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন এই অভিনেত্রী।

বিশেষ করে শ্রাবন্তীর কটা বিয়ে ভাঙলো কিংবা বর্তমানে তিনি কার সাথে প্রেম করছেন এমনই একাধিক বিষয় নিয়ে হামেশাই চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ। তবে নিন্দুকরা যাই বলুন না কেন বরাবরই সব চর্চাকে ছাপিয়ে গিয়েছে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় শ্রাবন্তীর ফাটাফাটি অভিনয়। কিন্তু হলে কি হবে আজ হোলিতে রঙের উৎসবের দিনেও বিতর্ক পিছু ছাড়লো না অভিনেত্রীর।

   

Srabanti Chatterjee Tollywood Superhit Cinema

এমনিতে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন যতই রঙিন হোক না কেন তা নিয়ে এখন আর খোলামেলা কোনো কথাই বলেন না অভিনেত্রী। এমনকি নিন্দুকের কটাক্ষের জবাবেও মুখ খোলেন না শ্রাবন্তী। কিন্তু তারকাদের জীবনের কতটুকুই বা আড়াল রাখা যায়! শ্রাবন্তীর ক্ষেত্রেও তাই হয়েছে। এরই মধ্যে বেরিয়ে এসেছে বয়সে ছোট শ্রাবন্তীর নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর নাম।

টলিউড,Tollywood,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,হোলি স্পেশাল,Holi Special,ভাইরাল ফটো,Viral Photo,বাবার সাথে,With Father

তবে শোনা যাচ্ছে, ইদানিং নাকি অভিরূপের সাথেও দূরত্ব বেড়েছে অভিনেত্রীর। সেইসাথে শোনা যাচ্ছে জিম ট্রেনারের সাথে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন। এসবের মধ্যেই দোলের দিনেই রং মেখে শ্রাবন্তীর সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ব্যক্তির ছবি। ছবিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির বুকে মাথা রেখেছেন অভিনেত্রী।

টলিউড,Tollywood,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,হোলি স্পেশাল,Holi Special,ভাইরাল ফটো,Viral Photo,বাবার সাথে,With Father

তবে প্রেমিক নয় ছবির ব্যক্তি হলেন শ্রাবন্তীর জীবনের আসল ‘হিরো’ অর্থাৎ তাঁর বাবা। ছবিতে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই গোলাপি, সবুজসহ হরেক রকম আবিরে মাখামাখি। সেইসাথে দুজনেই পরেছেন ‘হ্যাপি হোলি’ লেখা সাদা টিশার্ট।

এদিন বাবার সাথে রং খেলার এই মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে আদরের গিন্টু (শ্রাবন্তীর ডাক নাম) লিখেছেন ‘হ্যাপি হোলি আমার হিরো,তোমাকে ভালোবাসি বাবা’। ছবিতে বাবা মেয়ে দুজনের চোখেই ছিল রোদচশমা।

site